আজ ১০ই জুন বুধবার জানুন আজকের রাশিফল

আজ ১০ই জুন বুধবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ শারীরিক দিক দিয়ে আপনার খুবই ভালো কাটবে। চিকিৎসায় আরোগ্য লাভ করার সম্ভাবনা রয়েছে।

বৃষঃ অর্থনৈতিক দিক থেকে আজ বিশেষ ভালো কাটবে। বৈষয়িক উন্নতি দেখা দিতে পারে।

মিথুনঃ মানসিক দিক দিয়ে আজ খুবই ভালো থাকবেন। পুরনো বিড়ম্বনার অবসান ঘটতে পারে।

কর্কটঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ খুব একটা ভালো কাটবে না। আজকের দিনটি ব্যয়বাহুল্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহঃ আজ আপনার পারিবারিক দিক দিয়ে বিশেষ ভালো কাটবে না। সমস্যা দেখা দিতে পারে। আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন।

কন্যাঃ শারীরিক দিক দিয়ে আজ খুব একটা ভালো কাটবে না। পিষ্ঠবেদনা দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

তুলাঃ যারা প্রযুক্তিবিদ্যার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। সাফল্য লাভ করতে পারেন।

বৃশ্চিকঃ কোনো কারণে কারো সাথে শত্রুতা করলে আজ ক্ষতির সম্ভাবনা তৈরি হবে। সাবধানতা অবলম্বন করুন।

ধনুঃ আজকের দিনটি আপনার অন্যরকম হতে চলেছে। বিশেষ কোনো কারণে উৎসাহান্বিত হয়ে পড়তে পারেন।

মকরঃ আজকের দিনটি অর্থনৈতিক দিক থেকে বিশেষ ভালো কাটবে না। সম্পত্তি সুরক্ষায় ব্যয় হতে পারে।

কুম্ভঃ কর্মক্ষেত্রে আজ খুবই ভালো কাটবে। বিশেষ সম্মান প্রাপ্তির সম্ভাবনা প্রবল। মানসিকভাবে খুবই ভালো যাবে।

মীনঃ আজকের দিনটি আপনার অন্যরকম কাটতে পারে। প্রতিভার বিকাশ ঘটার সম্ভাবনা রয়েছে।