গত বছরের শুরু থেকে করোনা ভাইরাস প্যানডেমিক গোটা বিশ্বের মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। চলতি বছরের শুরুতে করোনার প্রভাব কিছুটা কমলেও এপ্রিল মাসের শুরু থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। করোনার পরিসংখ্যান রীতিমতো উদ্বেগে ফেলেছে গোটা দেশবাসীকে। এপ্রিল মাসের শুরুতে সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে দৈনিক সংক্রমণ গ্রাফ ২ লাখ স্পর্শ করেছে। মহারাষ্ট্র, পুনে ইত্যাদি জায়গায় প্রবল ছড়াচ্ছে করোনা। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই মহারাষ্ট্রে ১৫ দিনের জন্য কার্ফু জারি করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিভিন্ন রাজ্যে কড়াকড়ি নাইট কার্ফু পালন করা হচ্ছে। এবার করোনার সংক্রমণ ঠেকাতে উদ্যোগী হল যোগীরাজ্য উত্তরপ্রদেশ।
করোনা সংক্রমণে রাশ টানতে উত্তরপ্রদেশ সরকার আগামী রবিবার রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন করার কথা ঘোষণা করেছেন। এদিন জরুরী পরিষেবা বাদে সমস্ত অফিস এবং দোকানপাট বন্ধ থাকবে। এছাড়াও রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি অফিসগুলিকে দ্রুত জীবানুমুক্তকরণের কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশে মাস্ক না পরলে বড় জরিমানার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। প্রথমবার মাস্ক না পরে ধরা পরলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। কিন্তু দ্বিতীয়বার মাস্ক ছাড়া ধরা পড়লে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত উল্লেখ্য, উত্তরপ্রদেশে গত ২৪ ঘন্টায় ২২ হাজার নতুন সংক্রমণ হয়েছে এবং মৃত্যু হয়েছে ১০৪ জনের। বর্তমানে রাজ্যে মোট করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় লক্ষাধিক। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার সেই সমস্ত অঞ্চল চিহ্নিত করেছে যেখানে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হচ্ছে। লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর, গাজিয়াবাদ, মেরঠে প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত কার্ফুও জারি করেছেন যোগী আদিত্যনাথ।