রেশন কার্ড ধারকদের জন্য রয়েছে একটি অসাধারণ সুখবর। যদি আপনিও একজন রেশন কার্ড হোল্ডার হন তাহলে আপনার দিওয়ালির এবং ছট পুজোর সময়টা দারুন কাটবে।অতি সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিনামূল্য রেশন প্রকল্প ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এর পরে রাজ্য সরকারগুলিও রেশন কার্ডধারীদের জন্য নতুন ঘোষণা শুরু করেছে। সেই নতুন ঘোষণার অন্তর্গত এবারে চিনির দাম কমানোর জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুধু এটুকুই নয়, এবারে কেবলমাত্র ১০০ টাকা খরচ করলেই আপনারা রেশন দোকান থেকে পেয়ে যাবেন আপনার সারা মাসে সমস্ত মুদির সামগ্রী। চলুন সর্বশেষ আপডেট জানা যাক এর ব্যাপারে।
ক্রমবর্ধমান মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে সরকার চিনির দাম কমানোর ঘোষণা করেছে। এরপর চিনির জন্য আপনাকে প্রতি কেজি মাত্র ২০ টাকা করে দিতে হবে। সরকারের এই ঘোষণার সুবিধা পাবেন অন্তদয় কার্ডধারকরা। সরকারের এই ঘোষণায় ক্রমবর্ধমান মূল্যস্ফীতি থেকে স্বস্তি মিলেছে কার্ডধারীদের মধ্যে। উৎসবের মরশুমে সরকার কর্তৃক প্রদত্ত এই সুবিধা থেকে বিনামূল্যে আপনারা রেশনের সুবিধা গ্রহণ করতে পারবেন। এর ফলে সকলেই বেশ খুশি হয়েছেন এবং তারা বলছেন, সরকার এই ঘোষণা করে তাদের একেবারে মন জয় করে নিয়েছে।
কেন্দ্রীয় সরকারের ঘোষণার পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারগুলিও এরকমভাবেই দিওয়ালি অফার দিচ্ছে। উৎসব উপলক্ষে মহারাষ্ট্র সরকার রেশন কার্ডধারীদের জন্য একটি বিশেষ ঘোষণা করেছে। এর অধীনে সরকার আপনাকে মাত্র ১০০ টাকায় এক মাসের সমগ্র মুদি সামগ্রী কেনার সুযোগ করে দিচ্ছে। এতে আপনি ১ কেজি সুজি, ভোজ্য তেল, হলুদ মসুর ডাল এবং চিনা বাদাম পাবেন মাত্র ১০০ টাকায়। তবে এই অফার দেওয়া হচ্ছে মহারাষ্ট্রে। কেন্দ্রীয় সরকার বিনামূল্য রেশন প্রকল্পের মেয়াদ ডিসেম্বর মাস পর্যন্ত বৃদ্ধি করেছে, যার ফলে সারা দেশে কার্ডধারীদের মধ্যে আনন্দের ঢেউ বইছে। তার পাশাপাশি মহারাষ্ট্র সরকারের এই ঘোষণা রাজ্যের রেশন কার্ডধারীদের দীপাবলিকে আরো আলোকিত করে তুলেছে বলা চলে।