এমন এক সময়ে যখন মানুষ পৃথিবীর উদ্ভিদ এবং প্রাণীজগৎ বাঁচানোর জন্যে সচেষ্ট হয়েছে সেইসময় ১০০ বছর বয়সী কচ্ছপ দিয়েগোও এই মহৎ উদ্দেশ্যে অবদান রাখলো। এই দৈত্যাকার কচ্ছপ তার প্রজাতি ‘কেলোনয়েডিস হুডেনসিস’কে বিলুপ্তির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে।
এমন এক সময় যখন বিজ্ঞানীরা ঘোষণা করেছিল যে, এই বিশেষ প্রজাতির কচ্ছপ পৃথিবী থেকে বিলুপ্ত হতে চলেছে, ঠিক সেইসময় নিজের প্রজাতিকে বাঁচাতে এগিয়ে এলো দিয়েগো। তার অসামান্য প্রজনন ক্ষমতার দৌলতে নিজের বিলুপ্ত হতে যাওয়া প্রজাতিকে বাঁচিয়ে দিলো ১০০ বছর বয়সী এই কচ্ছপ। ১৯৬০ সালে এই প্রজাতির কচ্ছপ বিলুপ্ত হতে বসেছিল, লাল তালিকাভুক্ত হয়ে গিয়েছিল এই প্রজাতি। মাত্র দুটি পুরুষ এবং ১৪ টি নারী কচ্ছপ বেঁচে ছিল এই প্রজাতির।
আরও পড়ুন : মা বাঘিনী হাটছে তার ছোট্ট বাচ্চাদের সাথে, ভারতে বাড়ছে বাঘের সংখ্যা
ঠিক সেইসময় বিজ্ঞানীরা আমেরিকার এসপ্যানোলা থেকে দিয়েগোকে নিয়ে যান লাতিন আমেরিকার গ্যালাপাগোস দ্বীপে। সেখানেই এরপর অদ্ভুত কাজ হয়, দেখা যায় মিলনে দিয়েগোর প্রবল উৎসাহ। আর তার ফলেই গত ৬০ বছরে এই প্রজাতির প্রায় ২০০০ কচ্ছপ জন্ম নিয়েছে, যার মধ্যে ৮০০’ই দিয়েগোর সন্তান। তার তীব্র যৌন ইচ্ছাই শেষ পর্যন্ত বাঁচিয়ে দেয় বিলুপ্তির পথে যেতে বসা এই প্রজাতিকে।
এবার সেই দিয়েগোকেই ফিরিয়ে দেওয়া হবে তার পুরানো জায়গায়। ১০০ বছর বয়স হয়েছে, কাজ ফুরিয়েছে তার। তাই এবার তাকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বিজ্ঞানীরা। খুব শীঘ্রই তাকে এসপ্যানোলা দ্বীপে ফেরত পাঠানো হবে বলে জানা গিয়েছে।