বয়স শুধু সংখ্যা, মনের জোর যে কোনো মানুষকে ফিরিয়ে আনতে পারে মৃত্যুমুখ থেকেও। করোনা আতঙ্কে এখন গোটা বিশ্ব উদ্বিগ্ন সেই সময় এক বৃদ্ধার মনের জোর কম বয়সের তরুণকে হার মানাবে। এই বৃদ্ধার বয়স ১০৩, নাম ঝ্যাং গুয়াঙ্গফেন।
উহানে করোনার মাত্রা এতটাই ঝড়ের গতিতে বেড়ে যায় যে মৃত্যুপুরীতে পরিনত হয় উহান। উহানের বাসিন্দা
ঝ্যাং গুয়াঙ্গফেনও আক্রান্ত হন করোনায়, কিন্তু তার অদম্য মনের জোর তাকে জিতিয়ে দেয়। মাত্র ছয় দিনেই সে মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরে আসে। ওই বৃদ্ধার চিকিতসক জানিয়েছেন , ঝ্যাংয়ের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অসামান্য, ব্রঙ্কাইটিসের সমস্যা ছাড়া আর কোনো রোগ ছিল না তাঁর শরীরে।
আরও পড়ুন : করোনা সংক্রমণের পাশাপাশি বাড়ছে সোয়াইন ফ্লু, ভারতে মৃত্যু ২৮ জনের
১৪ মার্চ উহানের টনজি মেডিক্যাল কলেজ থেকে ছাড়া হয় ঝ্যাংকে। এমনটা জানা যায় সেখানকার স্থানীয় সংবাদপত্র ছুটিয়ান মেট্রোপলিস ডেইলিতে। তাদের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়
বাড়ি ফেরার জন্যে অধীর আগ্রহে অপেক্ষারত ওই জয়ী বৃদ্ধা। যে কোনো রোগেই যে মনের জোর টা আসল তা প্রমান করে দিলেন ১০৩ বছরের বৃদ্ধা।
বিশ্ব জুড়ে করোনার দাপটে যখন সব মানুষ আতঙ্কিত, আক্রান্তরা বিধ্বস্ত সেই মুহূর্তে ঝ্যাং এ-র মনের জোর সকলকে আশা দেখাচ্ছে লড়াইয়ের। নোভেল করোনাভাইরাসে গোটা বিশ্বে আক্রান্ত প্রায় আট হাজার মানুষ । ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা, বর্তমানে ১৪৭ জন।