একচার্জ দিলেই চলবে ১৩৫ কিমি, বাজেট মূল্যের এই ইলেকট্রিক স্কুটার ব্যাপক জনপ্রিয়
আজকাল ইলেকট্রিক স্কুটার ব্যবহার বেড়েছে সাধারণ মানুষের মধ্যে
বর্তমানে বিশ্বের বেশিরভাগ অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইলেকট্রিক গাড়ি তৈরীর ওপর জোর দিচ্ছে। পেট্রোল ও ডিজেলের সীমিত পরিমাণ এবং পরিবেশ দূষণ রোধ করতে আমাদের ভবিষ্যৎ ইলেকট্রিক গাড়ি। এর ফলে দেশে ইলেকট্রিক স্কুটি বা বাইকের চাহিদা বাড়ছে। একাধিক নতুন নতুন কোম্পানি তাদের কোম্পানিতে যোগ করছে নতুন নতুন ইলেকট্রিক স্কুটি। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো এমন দুই ইলেকট্রিক স্কুটির কথা। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আজকে এই প্রতিবেদনে যেই দুই ইলেকট্রিক স্কুটি সমন্ধে বলা হচ্ছে তাদের নাম Techo Electra Neo এবং BGauss C12i। প্রথমেই আসা যাক Techo Electra Neo সমন্ধে। ১০ ইঞ্চির চাকা সহ টিউবলেস টায়ার রয়েছে এই স্কুটারে। একাধিক শক্তিশালী স্পেসিফিকেশন আছে এতে। এতে ১২ ভোল্টের ব্যাটারি প্যাক আছে। এতে ৫৫ কিমির রেঞ্জ পাওয়া যাবে। এটি ফুল চার্জ হতে ৪ ঘণ্টা থেকে ৫ ঘণ্টা সময় লাগবে। এতে দুই চাকায় ড্রাম ব্রেক পাওয়া যাবে। এই স্কুটারের সর্বোচ্চ গতিবেগ ২৫ কিমি প্রতি ঘন্টা। এই স্কুটারের এক্স শোরুম মূল্য মাত্র ৪১,৯১৯ টাকা।
আরেকটি ইলেকট্রিক স্কুটি হল BGauss C12i। এটির সিট হাইট বেশ কম। তাই কম লম্বা মানুষ এই স্কুটি চালাতে পারবে। BGauss C12i এর সর্বোচ্চ গতি ৫০ কিমি/ঘন্টা। সামনে ১২ ইঞ্চি টায়ার এবং পিছনে ১০ ইঞ্চি টায়ার রয়েছে। এক চার্জে এটি চলবে ২৩৫ কিমি। স্কুটারটির প্রারম্ভিক এক্স শোরুম দাম ৯৯,৯৯৯টাকা।