করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে ক্রমশ, যার ফলে আতঙ্কে গোটা বিশ্ব। দেশে আক্রান্ত ৫০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১০ জনের। এমন সংকটজনক পরিস্থিতিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে তা বাড়ানো হল আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। দেশে করোনার জীবাণু ছড়িয়ে পড়া ঠেকাতে দেশ জুড়ে লক ডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লক ডাউন ঘোষণা পর রেলের ক্ষতি হয়েছে অনেক অঙ্কের টাকার। গত বৃহস্পতিবার কেন্দ্রের নির্দেশে জনতা কারফিউ পালন করা হয়। সেদিন দুপুরে নির্দেশ দেওয়া হয় রেল পরিষেবা আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত। বন্ধ করা হয় সমস্ত প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। গতকাল প্রধানমন্ত্রীর নির্দেশে আরও ৩ সপ্তাহ পরিষেবা বন্ধ রাখা হল। লক ডাউন শেষ না হলে মিলবে না রেল পরিষেবা। এছাড়া দেশের সমস্ত মেল, এক্সপ্রেস ও লোকাল ট্রেন বন্ধ রয়েছে। স্থগিত রয়েছে কলকাতা-সহ বিভিন্ন শহরের মেট্রো পরিষেবাও।
পরিষেবা বন্ধের ফলে ক্ষতির মুখে পড়ছে রেল। তবে লাভ ক্ষতির ঊর্ধ্বে এখন করোনার বিরুদ্ধে লড়াইকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। গত ২৩ মার্চ থেকে এতদিন যাবৎ রেলের লোকসান হয়েছে ১৪২১ কোটি টাকা। রেলের তরফ থেকে লাভ ক্ষতিকে সরিয়ে রেখে মানুষকে সচেতন হওয়ার বার্তা টুইটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।