মাত্র ১৪ বছর বয়সেই বানিয়ে ফেলেছেন অটোমেটিক স্যানিটাইজার, দেখুন এই ক্ষুদের কামাল
শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্ব লড়াই করছে করোনা ভাইরাস এর বিরুদ্ধে। ভারতের অবস্থাও খুব একটা ভালো নয়। বর্তমানে ভারতের লকডাউন চলছে। তবে সকলেই লকডাউন কে গুরুত্ব দিচ্ছেন না। ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজার। প্রাণ হারিয়েছেন একশরও বেশি মানুষ।
এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মানুষকে কতগুলো নিয়ম মেনে চলতে হচ্ছে, প্রথমত, সামাজিক দূরত্ব বজায় রাখা। দ্বিতীয়ত, কিছুক্ষণ অন্তর অন্তর হাত ভালো করে সাবান বা স্যানিটাইজার দিয়ে ধোয়া। ১৪ বছর বয়সী যুবরাজ সিং, যিনি অষ্টম শ্রেণীতে পড়েন তিনি বানিয়ে ফেলেছেন একটি অটোমেটিক স্যানিটাইজার। এটি বানানোর পদ্ধতি তিনি শিখেছেন STEMROBO নামে একটি সংস্থা থেকে।
অনেক সময় স্যানিটাইজার এর বোতলে আমরা বারবার হাত দিয়ে ধোয়ার ফলে সেই বোতল থেকে ও জীবাণু ছড়াতে পারে, তাই এমন প্রয়াস। এই থেকে বোঝা যাচ্ছে যে ছোটরাও কতটা সচেতন হয়ে উঠেছে। তারাও চাইছে, পৃথিবী জীবাণুমুক্ত হয়ে আবার নিজের ছন্দে ফিরে আসুক। ভাল থাকুন সুস্থ থাকুন, সচেতন থাকুন। কোনরকম গুজবে কান দেবেন না। আতঙ্কিত হবেন না। গুজব ছড়াবেন না।