Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিশ্ব জুড়ে ১৫০ মিলিয়ন মানুষের দরিদ্র হওয়ার সম্ভাবনা দেখছে বিশ্ব ব্যাঙ্ক

২০২১-এর মধ্যে চরম দারিদ্র্যের মুখোমুখি হতে পারেন বিশ্বের ১৫০ মিলিয়ন মানুষ, এমনটাই জানালো বিশ্ব ব্যাঙ্ক। চলতি বছরে করোনা আসার ফলেই সারা বিশ্বে একটা চরম আর্থিক সংকট দেখা দিয়েছে। বহু মানুষ…

Avatar

২০২১-এর মধ্যে চরম দারিদ্র্যের মুখোমুখি হতে পারেন বিশ্বের ১৫০ মিলিয়ন মানুষ, এমনটাই জানালো বিশ্ব ব্যাঙ্ক। চলতি বছরে করোনা আসার ফলেই সারা বিশ্বে একটা চরম আর্থিক সংকট দেখা দিয়েছে। বহু মানুষ চাকরি হারিয়েছেন, পাশাপাশি অনেক ছোট বড় ব্যবসা ক্ষতির সম্মুখীন হয়েছে। বলা হচ্ছে এর ফলে আগামি বছরে শ্রমিক, পুঁজি, লগ্নি-সব ক্ষেত্রেই একটা বড় রকমের বদল আসতে চলেছে।

২০৩০-এর মধ্যে লক্ষ্য ছিল বিশ্ব থেকে দারিদ্র্য দূর করা, সেটা এত সহজে সম্ভব হবে না। জানা গিয়েছে করোনার কারনে ২০৩০-এ বিশ্ব দারিদ্র্যের হার দাঁড়াবে ৭%। এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লক ডাউন জারি রেখেও কিন্তু করোনা থাবা কমানো সম্ভব হয়নি। আর আনলকে প্রচুর মানুষ আবার বাইরে ঘুরে বেড়াচ্ছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ওয়াশিংটনের এক ঋণ দায়ী সংস্থা জানাচ্ছে, ইতিমধ্যেই ৮৮ থেকে ১১৫ মিলিয়ন মানুষ দারিদ্র্যের মুখোমুখি হয়েছেন। সব মিলিয়ে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৩,৯৪,১৫৬ জন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ১০, ৬০, ৪৬২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২,৭৪,১২৩,১৫ জন।

বিশ্ব ব্যাঙ্ক গ্রুপের সভাপতি ডেভিড মালপাস বলেছেন, মহামারী ও বিশ্ব মন্দার জন্য বিশ্বের জনসংখ্যার ১.৪ শতাংশেরও বেশি চরম দারিদ্র্যের মধ্যে পড়তে পারে। কিন্তু বিশ্ব জুড়ে চলা এই মহামারি থেকে বেড়োনোর এখনো কোন পথ পাওয়া যায়নি। অন্যদিকে কি করে দারিদ্র রোখা সম্ভব তা নিয়ে চিন্তায় পড়েছে আম জনগন।

About Author