সোমবার দিনটি কেমন যাবে, জানুন আজকের রাশিফল

আজ ১৬ই মার্চ সোমবার। জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে!

মেষঃ শারীরিক সমস্যা হতে পারে।কাজে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে।

বৃষঃ ব্যবসায় সমস্যা ঘটতে পারে তবে কথার দ্বারা সমস্যা সমাধান হবে।

মিথুনঃ আপনার জন্য আজ খুবই ভালো দিন।অনেকের কাছে আজ সুনাম পাবেন।

কর্কটঃ পারিবারিক ও প্রেমের দিক দিয়ে শুভদিন। উপহার প্রাপ্তি হতে পারে।

সিংহঃ বাড়িঘর, শিক্ষা, পরিবার সবকিছু ভালো হলেও সন্তানের দিক থেকে কিছু সমস্যা আসতে পারে।

কন্যাঃ সাহসিকতার সাথে একাই কাজ করতে পারবেন।নতুন করে মনোবল ফিরে পাবেন।

তুলাঃ কিছু জায়গায় সবাই আপনাকে ভুল বুঝলেও দিনের শেষে জয় হবে।

বৃশ্চিকঃ উত্তেজনা পূর্ণ দিন।অকারণে রাগ বা অভিমান করা ঠিক হবে না।গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে।

ধনুঃ বিভিন্ন দিক দিয়ে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে।

মকরঃ কার্য সম্পন্ন করতে ব্যয় বাড়বে।কর্ম উদ্যোগের দিন আজ।

কুম্ভঃ খুবই ব্যস্ততা পূর্ন দিন।পুরনো কাজ ঠিকঠাক সম্পন্ন হবে।

মীনঃ টাকা পয়সার দিকে নজর দিয়ে হিসেব মতো খরচা করে জমাতে হবে।