Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১৮ বছর বয়সী সুন্দরী চোখ টিপে জাতীয় ক্রাশ হয়ে উঠলেন, ৭ বছর পর অত্যন্ত সুন্দরী হয়ে উঠলেন, এই কাজ করলেন

Updated :  Tuesday, February 11, 2025 11:03 AM

২০১৮ সালের কথা, যখন প্রিয়া প্রকাশ ভারিয়ার ‘উইঙ্ক গার্ল’ হিসেবে সারা দেশে পরিচিত হয়ে ওঠেন। তার একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে তিনি রাতারাতি জাতীয় ক্রাশে পরিণত হন। সেই ভিডিওতে প্রিয়াকে স্কুলের পোশাকে এক সহপাঠীর দিকে চোখ টিপে দেখা যায়, যা সকলের মনোযোগ কেড়ে নেয়। তার এই অঙ্গভঙ্গি গুগল ইন্ডিয়ায় সে বছরের সর্বাধিক অনুসন্ধান করা ব্যক্তিত্ব হয়ে উঠে।

প্রিয়া প্রকাশ ভারিয়ারের খ্যাতি মালায়লাম ছবি ‘ওরু আদার লাভ’ থেকে শুরু হয়, যা ২০১৯ সালে মুক্তি পায়, তবে এর একটি দৃশ্য এক বছর আগে থেকেই ভাইরাল হয়ে যায়। প্রিয়া সেই সময় মাত্র ১৮-১৯ বছর বয়সে আমেরিকান গায়ক নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার স্বামীকে পেছনে ফেলে দেন। সেই বছর প্রিয়াঙ্কা ও সোনম কাপুর বিয়ে করেন, যেখানে প্রিয়া তাদেরও পেছনে ফেলে দেন।

৭ বছর পর, প্রিয়া প্রকাশ ভারিয়ার এখন ২৫ বছর বয়সে নায়িকা হিসেবে তার অভিনয় ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইনস্টাগ্রামে তাকে ৭০ লক্ষ মানুষ ফলো করে, এবং তিনি মালায়লাম ছাড়াও তামিল ও তেলেগু ছবিতে অভিনয় করছেন। তিনি ‘৪ ইয়ার্স’, ‘ইশক’, ‘শ্রীদেবী বাংলো’, ‘চেক’, ‘ব্রো’ এবং শীঘ্রই ‘নিলাভুকু এন মেল এন্নাদি কোবাম’ ছবিতে অভিনয় করবেন। রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবিতেও তার অভিনয়ের খবর রয়েছে। ‘বিষ্ণু প্রিয়া’ নামে তার একটি ছবি এই মাসের ২১ তারিখে মুক্তি পাবে।