Today Trending Newsদেশনিউজ

আরও ১৯৪ টি সংক্রমণের খবর, দেশে ৯০০ ছাড়াল আক্রান্তের সংখ্যা

Advertisement

করোনা ভাইরাস মোকাবিলায় লক ডাউন হয়ে গিয়েছে গোটা দেশ। তবুও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে এখনো পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৯০০ পেরিয়েছে। এদিন শনিবার পার করেছে ৯০০ এর কোঠা। তবে কি ভারত স্টেজ থ্রিতে পদার্পণ করল! কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারত এখনও স্টেজ থ্রিতে পদার্পণ করেনি। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০ জনের। আরও ১৯৪ টি নতুন আক্রান্তের খবর মিলেছে। এদিন আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৯১৮।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO জানিয়েছে, মানবদেহে এই ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য ভ্যাকসিন তৈরি হচ্ছে। কিন্তু তা মানব শরীরে ব্যবহারের উপযোগী করতে আরও ১২ থেকে ১৮ মাস পর্যন্ত সময় লাগবে। আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা গত শুক্রবার জানিয়েছেন, করোনা ভাইরাসের বিশ্ব জুড়ে রাজত্বের ফলে বিশ্ব অর্থনীতিতে গভীর মন্দা সৃষ্টি হয়েছে।

কেরলে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৬৫ জন, এমনটাই জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ বাংলায় ও কেন্দ্র দু’তরফ থেকেই করোনা ভাইরাস মোকাবিলায় তহবিল তৈরি করা হয়েছে। কেন্দ্রের এই তহবিলের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকের অভিযোগ, দেশের মধ্যেই অনেকের ঠিক মতো টেস্ট করা হচ্ছে না, যার ফলে সংক্রমণের হার বাড়ছে। এছাড়াও আরও অভিযোগ, পরীক্ষা করার মতো পরিকাঠামোর অভাব রয়েছে কেন্দ্রের। কিন্তু সেই অভিযোগ বিশেষ গুরুত্ব দিচ্ছে না কেন্দ্র।

Related Articles

Back to top button