আগামীকালই প্রথম দফা নির্বাচন, জেনে নিন কোন কোন বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে
প্রথম দফা নির্বাচনে ৩০ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে
একুশে বিধানসভার নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। নির্বাচন কমিশন ফেব্রুয়ারি মাসের শেষেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছিল। এবারের বিধানসভা নির্বাচন মোট ৮ দফায় সম্পন্ন হবে। তার মধ্যে প্রথম দফার নির্বাচন হতে চলেছে ২৭ মার্চ অর্থাৎ আগামীকাল। এবারের নির্বাচনে মোট ২৯৪ বিধানসভা কেন্দ্রে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম দফা নির্বাচন হবে ৩০ আসনে। এবারের বিধানসভা নির্বাচন নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে রাজনৈতিক দলগুলি। এবার নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে যে একটি হেভিওয়েট লড়াই দেখা যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
প্রথম দফার নির্বাচনে যুদ্ধে অবতীর্ণ হবে রাজ্যের ৫ টি জেলা। ৫ টি জেলাতে ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ করে শুরু হবে একুশে নির্বাচনের মহাযুদ্ধ। এই ৩০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি হেভিওয়েট লড়াই হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছে বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা। ৫ টি জেলার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া।
একনজরে দেখে নিন প্রথম দফায় কোন কোন বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে:
- পূর্ব মেদিনীপুর: কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, পটাশপুর, ভগবানপুর, খেজুরি, রামনগর, এগরা।
- বাঁকুড়া: রাইপুর(সং), রানিবাঁধ (সং), ছাতনা, শালতোড়া।
- পুরুলিয়া: বাঘমুণ্ডি, বলরামপুর, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, মানবাজার(সং), কাশিপুর, পাড়া (সং), রঘুনাথপুর।
- পশ্চিম মেদিনীপুর: দাঁতন, কেশিয়ারি (সং), খড়্গুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর।
- ঝাড়গ্রাম: বিনপুর (সং), নয়াগ্রাম (সং) গোপিবল্লভপুর, ঝাড়গ্রাম।
প্রথম দফা নির্বাচনে ৩০ টি বিধানসভা কেন্দ্রে মোট ১০২৮৮ বুথে নির্বাচন হবে। রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন মোট ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় পাঠিয়েছে। এছাড়া কেন্দ্রীয় বাহিনী ঠিকমতো কাজ করছে নাকি তা দেখার জন্য এসেছে তিনজনের পর্যবেক্ষক দল। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি তাদের সাহায্য করার জন্য থাকবে রাজ্য পুলিশের ১১ হাজার পুলিশ। স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রে বেশি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।