আজ থেকে শুরু হয়েছে দেশ জুড়ে দুদিনের ব্যাংক ধর্মঘট। মজুরি বৃদ্ধির দাবিতে দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট ডেকেছে ব্যাংক ইউনিয়নগুলি। ধর্মঘটের কারণে ব্যাংক গুলির বিভিন্ন শাখা এবং এটিএমগুলিতে পরিষেবা ব্যাহত হতে পারে। আজ অর্থাৎ ৩১শে জানুয়ারি এবং আগামীকাল ১লা ফেব্রুয়ারি ধর্মঘট থাকবে ব্যাংকে। রবিবার ধরলে মোট তিনদিন বন্ধ থাকবে ব্যাংকের কাজকর্ম। প্রসঙ্গত ধর্মঘটের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকালই পার্লামেন্টে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।
এবারের ব্যাংক ধর্মঘটের প্রধান কারণ বেতন বৃদ্ধি করা এবং সপ্তাহে পাঁচদিনের কর্মদিবস। এই নিয়েই মুম্বইয়ে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাথে বৈঠক হয় কর্মী অফিসারদের ইউনিয়নের। কিন্তু সেখানে কোনো সমাধান সূত্র না বেরোনোর ফলে ধর্মঘটের পথেই যায় ব্যাংক কর্মী, অফিসাররা। দুইদিনের ধর্মঘট সাথে রবিবার মিলিয়ে তিনদিন ব্যাংক বন্ধ থাকার ফলে সাধারণ মানুষ যে চরম সমস্যার মধ্যে পড়বে সেকথা বলাই চলে।