কলকাতায় এবার আরও ২ টি স্টেডিয়াম সেফ হোম করার সিদ্ধান্ত রাজ্য সরকারের

রাজ্যে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর বেশি মাত্রাতে আক্রান্তের খবর আসছে কলকাতা থেকে। কলকাতায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে কন্টেনমেন্ট জোনের সংখ্যাও বাড়ছে। আর এত সংখ্যক করোনা রোগীদের রাখবার…

Avatar

রাজ্যে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর বেশি মাত্রাতে আক্রান্তের খবর আসছে কলকাতা থেকে। কলকাতায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে কন্টেনমেন্ট জোনের সংখ্যাও বাড়ছে। আর এত সংখ্যক করোনা রোগীদের রাখবার জন্য এবার কলকাতাতে সেফ হোমের সংখ্যাও আরও বেশি করে করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মৃদু উপসর্গ বা উপসর্গহীন রোগীদের সেফ হোমে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতাতে ২ টি স্টেডিয়ামকে সেফ হোম করছে রাজ্য সরকার, এমনটাই নবান্ন সূত্রে জানা গেছে। যাদবপুরের কিশোর বাহিনী ও কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে এই সেফ হোম তৈরী করা হচ্ছে। আর এই কিশোর বাহিনীর জন্য পূর্ত দফতরকে ও গীতাঞ্জলি স্টেডিয়ামকে সেফ হোম হিসাবে তৈরির জন্য KMDA-কে দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার।

এছাড়া ইডেন গার্ডেনের একটা ভাগে কলকাতা পুলিশের করোনা আক্রান্ত কর্মীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। এরপরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও সেফ হোম করার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। প্রসঙ্গত, কলকাতাতে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা গড়ে ৫০০-র কাছাকাছি হচ্ছে। রাজ্যের সব থেকে বেশি করোনা আক্রান্তের সংখ্যা এই কলকাতাতেই।

About Author