ঢাকে কাঠি পড়ে গেলো ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের এদিন রাজধানী দোহা তে ফিফার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপ এর সূচি ও লোগো প্রকাশিত হয়। এই অনুষ্ঠানের জন্য ফিফা ৩রা সেপ্টেম্বর দিনটি কেই বেছে ছিলেন কারণ এই দিনের স্বাধীনতা লাভ করে প্রাচ্যের এই সমৃদ্ধ দেশ। ২০২২ সালের ২১ নভেম্বর থেকে বিশ্বকাপ এর আসর বসবে কাতারে ফাইনাল হবে ১৮ ডিসেম্বর এই প্রথম ফুটবল ইতিহাসে বিরলতম ঘটনা ঘটতে চলেছে কারণ আসন্ন ২০২২ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে শীতকালে যার জন্য প্রকৃতপক্ষে দায়ী কাতারের আবহাওয়া।
৩২ টি দেশ কে ৮ টি গ্রুপে বিভক্ত করে দেশের ৮ টি স্টেডিয়ামে খেলাগুলি হবে এর মধ্যে অনেক স্টেডিয়ামেই প্রাকৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যাবে অনেক স্টেডিয়াম আবার মরুভূমির বক্ষস্থলে অবস্থিত। কাতারের বিশ্বকাপ আয়োজক কমিটির অবশ্য দাবী তারা নির্ধারিত সময়ের অনেক আগেই কাজ শেষ করে দিতে পারবেন এখন দেখার কাতারের এই বিশ্বকাপ ঘিরে দর্শক মহলে কতোটা উত্তাপ পরিলক্ষিত হয়।