গতকাল রাতে জাতির উদ্যেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২১ দিন দেশ জুড়ে লকডাউন জারি করেছেন। গতকাল রাত ১২ টা থেকে তা চালু হয়ে গিয়েছে। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী দেশের মানুষের কাছে আবেদন জানিয়েছেন ঘর থেকে বাইরে না বেরোনোর। করোনা ভাইরাসের আক্রমণের হাত থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য ২১ দিন সম্পূর্ণ গৃহবন্দি হয়ে থাকার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ দরকার ছাড়া কাউকেই বাইরে না বেরোতে অনুরোধ করেছেন তিনি।
কিন্তু ২১ দিন লকডাউনে সাধারণ মানুষ কি করে বেঁচে থাকবে সে প্রশ্ন সকলেই করেছেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণেই বলেছিলেন এই লকডাউনের সময় নিত্যপ্রয়োজনীয় সমস্ত সামগ্রীর দোকান, বাজার খোলা থাকবে। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় দেশজুড়ে এই লকডাউনের সময় কি কি খোলা থাকবে।
যে সমস্ত পরিষেবা চালু থাকবে, সেগুলি হল
১) সমস্ত রকম নিত্যপ্রয়োজনীয় সামগ্ৰীর দোকান খোলা থাকবে। সবজি, মুদিখানা, রেশন দোকান, মাছ, মাংসের দোকান খোলা থাকবে। ডেয়ারী খোলা থাকবে। সরকারের তরফে দেশের প্রতিটি পুরসভা এবং পঞ্চায়েতকে অনুরোধ করা হয়েছে যাতে হোম ডেলিভারির ব্যবস্থা করা যায়।
২) টেলিফোন, ইন্টারনেট, আইটি পরিষেবা খোলা থাকবে। ব্যাংক, বীমা অফিস, মিডিয়ার দপ্তর খোলা থাকবে।
৩) পেট্রোল পাম্প, গ্যাস স্টেশনগুলি খোলা থাকবে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলিও খোলা থাকবে।
৪) খবর, ওষুধের ই-কমার্স সাইট গুলোর পরিষেবা খোলা থাকবে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দপ্তর খোলা থাকবে।
৫) খবর ও ওষুধের হোম ডেলিভারিতে যুক্ত ই- কমার্স খোলা থাকবে।
৬) ইন্টারনেট পরিষেবা, কেবল পরিষেবা, টেলিকমিউনিকেশন সব খোলা থাকবে।
Ministry of Home Affairs guidelines for the 21-day lockdown, list of essential services that will remain open. #CoronavirusLockdown pic.twitter.com/hwRgWEM88z
— ANI (@ANI) March 24, 2020