ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা, কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই মারণ ভাইরাসকে। চিকিৎসক, বিশেষজ্ঞরা জানিয়েছেন এই পরিস্থিতিতে আটকানো না গেলে নাগালের বাইরে চলে যাবে আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণের তৃতীয় পর্যায়ে বা স্টেজ-থ্রি’তে গোষ্ঠী সংক্রমণ শুরু হলে বিপজ্জনক আকার নেবে সারা দেশে। আক্রান্তের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বর্তমানে ৯০০ র বেশি মানুষ করোনায় আক্রান্ত ভারতে।
আজ গুজরাটে ৪৬ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন যার মধ্যে ৩ জন বিদেশি। ভারতে আক্রান্তের এবং মৃতের সংখ্যায় প্রথম মহারাষ্ট্র। বিশ্বজুড়ে সবত্র ভয়াবহ হচ্ছে করোনা আতঙ্ক। গোটা বিশ্বে পাঁচ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত COVID-19.
দেশজুড়ে লকডাউন, তৃতীয় স্টেজে যাওয়া থেকে নিয়ন্ত্রণের জন্য। কিন্তু অনেকেই মানছে না লকডাউন। সকাল বিভিন্ন বাজারে ভিড় চোখে পড়ছে, মানা হচ্ছে না সতর্কতা। সাধারণ মানুষের ভিড় করায় পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলে ছড়িয়ে পড়বে। এই মারণ ভাইরাসে আমেরিকা, ইতালির মতো দেশগুলি মৃত্যুপুরী তে পরিনত তারপরেও মানুষের সচেতনতা ফেরানো যাচ্ছে না বহু জায়গায়।
স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ দিয়েছে বিভিন্ন রাজ্যের গৃহহীন, ভবঘুরে মানুষ, শ্রমিকদের জন্য, খাবার, থাকার জায়গা, নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়া হবে বলে জানানো হয়েছে। অপরদিকে রাজ্যে করোনায় মৃত দমদমের প্রৌঢ়ের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের রক্ত পরীক্ষা করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।