কেমন যাবে আপনার দিন, জানুন শনিবারের রাশিফল

আজ ২১শে মার্চ শনিবার। জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে।

মেষঃ আজ আপনার জন্য ভালো দিন। নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন।

বৃষঃ কাজে বাধা আসতে পারে। তবে কথা কম বলে কাজ করার চেষ্টা করুন, সুফল পাবেন।

মিথুনঃ আজ আপনি গুরুত্ব পাবেন। সবাই আপনার কথা শুনবে।

কর্কটঃ স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা যেতে পারে। আবেগ, আবদার কম রাখলেই ভালো।

সিংহঃ শত্রুতাযোগ রয়েছে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

কন্যাঃ প্রেমের পরিণতি ঘটতে পারে। জীবনে ইতিবাচক কিছু হবে।

তুলাঃ পারিবারিক দিক থেকে শুভ। সম্পত্তিগত দিকে লাভবান হবেন। আপনার কথা সবাই শুনবে।

বৃশ্চিকঃ একাকীত্ব দূর করতে সঙ্গ প্রয়োজন। বেশি চিন্তা করবেন না।

ধনুঃ কথায় গন্ডগোল দেখা দিতে পারে। কাউকে কোনো জ্ঞান দেবেন না। অন্যের কথা শুনুন।

মকরঃ শারীরিক ও মানসিক দিক দিয়ে ভালো যাবেনা। মন খারাপ না করে মন দিয়ে কাজ করুন, ভালো হবে।

কুম্ভঃ ব্যয়বহুল দিন। মনের ইচ্ছে পূর্ণ নাও হতে পারে। নিজের লোকের দ্বারা অপমানিত হওয়ার সম্ভাবনা।

মীনঃ কর্মক্ষেত্রে সুনাম পাবেন। টাকাপয়সা প্রাপ্তির যোগ রয়েছে।