দেশনিউজ

অক্সিজেনের অভাবের মধ্যেই অক্সিজেন ট্যাংকার লিক করে রোগীমৃত্যু মহারাষ্ট্রে

মহারাষ্ট্রের নাসিকের জাকির হোসেন হাসপাতলে ২২ জন ভেন্টিলেশনে থাকা রোগীর মৃত্যু হয়েছে

Advertisement

মহারাষ্ট্র অক্সিজেন না থাকার কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে। সেই একই অবস্থায় রাজ্যের নাশিক শহরে অক্সিজেন ট্যাংকার লিক হওয়ার ঘটনা সামনে এলো। শুধু তাই নয়, সূত্রের খবর অনুযায়ী এই ঘটনায় ২২ জন রোগীর মৃত্যু হয়েছে ভেন্টিলেটরে থাকা অবস্থায়।

নাসিকের জাকির হোসেন হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে। অক্সিজেন ট্যাংকার হঠাৎ করে লিক হয়ে যাবার কারণে সারা হাসপাতলে ধোঁয়া হয়ে যায়। হাসপাতালে আধিকারিকরা তৎক্ষণাৎ উদ্ধারকার্য শুরু করেন। নাসিকের দমকল বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

করোনাভাইরাস পরিস্থিতি দিন প্রতিদিন খারাপ হয়ে চলেছে, এবং এই অবস্থায় বহু মানুষ মৃত্যুর সম্মুখীন হচ্ছেন। রাজ্য সরকার অনুরোধ করেছে, যেন প্রতিটি রাজ্যে আকাশপথে অক্সিজেন সাপ্লাই করা যায়, যাতে প্রতিটি রোগী সময়মতো অক্সিজেন পেতে পারেন এবং তাদের জীবন বাঁচানো যায়।

এই ঘটনার পরবর্তীতে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, জাকির হোসেন হাসপাতলে অক্সিজেন লিক হয়ে যাওয়ার কারণে ভেন্টিলেটরে থাকা রোগীদের অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গিয়ে থাকতে পারে, এই কারণে তাদের মৃত্যু হয়েছে। নাসিকের মিউনিসিপাল কমিশনার কৈলাস শিন্ডে জানিয়েছেন, লিকেজ এরপরে সাপ্লাই প্লান্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। যারা জরুরি অবস্থায় ছিলেন তাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন ডাক্তাররা।

Related Articles

Back to top button