আজ ২৪ শে মার্চ, জানুন মঙ্গলবারের রাশিফল

আজ ২৪শে মার্চ, মঙ্গলবার। জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে।

মেষঃ ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু কাজ সফল হবে না।

বৃষঃ অসম্পূর্ণ কাজগুলি শেষ করতে হবে। বাড়তি দায়িত্ব নিতে হতে পারে।

মিথুনঃ পড়াশোনায় নতুন করে উদ্যোগ নিতে হবে। কাজকর্মের দিক দিয়ে ব্যাঘাত দেখা গেলেও সফল হবেন।

কর্কটঃ অনেকদিন পর কিছু কিছু পরিকল্পনা সফল হবে।

সিংহঃ কিছু জিনিস মেনে নিতে হবে, সবটা মনের মতো হবে না। দূরযাত্রা না করাই ভালো।

কন্যাঃ পারিবারিক দিক দিয়ে বিশেষ শুভ। ব্যবসার ক্ষেত্রে মন্দের ভালো।

তুলাঃ ভালো কিছু কাজে মনোনিবেশ করতে হবে। শারীরিক দিক দিয়ে সমস্যা দেখা দিতে পারে। মন চঞ্চল থাকার সম্ভাবনা।

বৃশ্চিকঃ প্রেমের ক্ষেত্রে গন্ডগোল দেখা দিতে পারে। কিছু কাজে মন ভরবে না।

ধনুঃ বাড়ির জন্য কিছু করতে পেরে আনন্দিত হবেন। কাছের মানুষের থেকে অনেক সহযোগীতা পাবেন।

মকরঃ নিজের লোকেদের থেকে কষ্ট পেতে পারেন। মানসিক কষ্ট, ভুল বোঝাবুঝি দেখা যেতে পারে।

কুম্ভঃ কথা কম বলে কাজ বেশি করলে ভালো হবে। ব্যবসায়িক দিকে স্বার্থপর হলে ভালো হওয়ার সম্ভাবনা।

মীনঃ মন খুব চঞ্চল হওয়ার সম্ভাবনা। শত্রুতাযোগ দেখা দিতে পারে।