নয়াদিল্লি: সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনেই ২৫ জনের বেশি সাংসদের শরীরে মিললো করোনা ভাইরাস৷ বাদল অধিবেশনের আগে থেকেই আশঙ্কা করা হয়েছিলো সাংসদদের শরীরে মিলতে পারে করোনা ভাইরাস। সেই জল্পনা সত্যি করে আজ লোকসভার ১৭ জন ও রাজ্যসভার ৯ জন সাংসদের শরীরে মিললো করোনার সংক্রমণ।
সোমবার সংসদে ঢোকার সময়ই প্রত্যেক সাংসদ, গাড়ির চালক, সাংবাদিক, কর্মীদের করোনা পরীক্ষা করা হয়৷ পরে রিপোর্ট মিলতেই চক্ষু চড়ক গাছ হয় প্রত্যেকের। কারণ লোকসভায় বিজেপির ১২ জন, ওয়াইআরএস কংগ্রেসের ২ জন, শিবসেনা, ডিএমকে ও আরএলপি দলের একজন করে সাংসদের শরীরে মিলেছে করোনা সংক্রমণ।
প্রসঙ্গত, পয়লা অক্টোবর পর্যন্ত চলবে বাদল অধিবেশন। যেখানে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনেই বসবেন সকল সাংসদ৷ তা সত্ত্বেও বিপর্যয় এড়ানো গেল না৷ লোকসভায় উপস্থিত থাকছেন ২০০ জন সদস্য। শনিবার ও রবিবার মিলিয়ে লোকসভা বসবে দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা। রাজ্যসভা বসবে সোমবার দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা ও ১৫ সেপ্টেম্বর থেকে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত৷ কিন্তু তার মাঝেই এই বিপর্যয় চিন্তা বাড়িয়েছে প্রত্যেক সংসদের।