আজ থেকে চালু কাশ্মীরে ২ জি মোবাইল ইন্টারনেট পরিষেবা, শর্তাবলী প্রযোজ্য
ইন্টারনেট পরিষেবার অপব্যবহার করে সন্ত্রাসবাদী কার্যকলাপে প্ররোচনা দান হতে পারে এই আশঙ্কায় জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। প্রজাতন্ত্র দিবসের আগে ইন্টারনেট পরিষেবা উপর থেকে বেশ কিছু বিধিনিষেধ তুলে নেওয়া হল জম্মু-কাশ্মীরে।
কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে সরাষ্ট্র বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি শালীন করবা শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বলেন টেলিকম পরিষেবা সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছিল ১৪ ও ১৮ জানুয়ারি, তার কোনো বিরূপ প্রভাবের কথা জানা যায়নি। তবে সাদা তালিকাভুক্ত সাইটগুলির জন্যই ফেরানো হচ্ছে নেট পরিষেবা, আংশিকভাবে প্রত্যাহার করা বিধিনিষেধে প্রিপেড ও পোস্টপেড গ্রাহকরাও ডাটা পরিষেবা ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন : ‘দেশ রাস্তা থেকে চালানো হয় না’, CAA বিরোধী বিক্ষোভকারীদের তীব্র নিন্দা জানিয়েছেন বাবা রামদেব
পোস্ট পেড কানেকশন এর নিয়ম অনুযায়ী যেসব প্রিপেড গ্রাহকদের যাচাই করা হয়েছে শুধুমাত্র তারাই মোবাইল ডাটা ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট স্পিড থাকবে ২জি,তবে সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ বন্ধ রাখা হয়েছে। জম্মু-কাশ্মীরের সুরক্ষা বিভাগ ইন্টারনেটের অপব্যবহার রুখতে বজায় রেখেছে কয়েকটি বিধিনিষেধ। শনিবার মধ্যরাত থেকেই চালু হবে ২জি নেট পরিষেবা।