Today Trending Newsব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আজ বৃহস্পতিবার, জেনেনিন একনজরে পেট্রোল, ডিজেল, সোনা, রুপো ও রান্নার গ্যাসের দাম

Advertisement

সোনা, রূপো, পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসের দামের বারংবার পরিবর্তন হয়, এর কারণ এসবের দাম ঠিক হয় আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে। সোনা, রূপো থেকে পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাস, কত দাম আজ দেখে নিন এক নজরে –

সোনার দাম ( ২২ ক্যারট)
আজকে ১০০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম- ৪,০৬,৭০০ টাকা।
১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম – ৪০,৬০০ টাকা।
৮ গ্রাম ২২ ক্যারট সোনার দাম – ৩২,৫৩৬ টাকা।
১ গ্রাম ২২ ক্যারট সোনার দাম – ৪,০৬৭ টাকা।

সোনার দাম (২৪ ক্যারট)
আজকে ১০০ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম – ৪,১৬,৭০০ টাকা।
১০ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম- ৪১,৬৭০ টাকা
১ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম- ৪,১৬৭ টাকা
৮ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম – ৩৩,৩৩৬ টাকা।

রুপোর দাম
আজ ১ কেজি রুপোর দাম- ৩৯,৯৪০ টাকা
১০০ গ্রাম রুপোর দাম ৩,৯৯৪ টাকা।
১০ গ্রাম রুপোর দাম ৩৯৯.৪০ টাকা।
১ গ্রাম রুপোর দাম ৩৯.৯৪ টাকা।

পেট্রল ও ডিজেলের দাম
আজ প্রতি লিটার পেট্রলের দাম যেখানে ৭৩.৩০ টাকা থাকছে সেখানে ডিজেলের প্রতি লিটারের দাম থাকছে ৬৫.৬২ টাকা।

গ্যাসের দাম
আজকে রান্নার গ্যাসের দাম থাকছে ৭৭৪.৫০ টাকা (১৪.২)

Related Articles

Back to top button