করোনার বলি আরও এক। কর্নাটকে করোনাতে আক্রান্ত হয়ে এক ৭৫ বছরের বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। কর্নাটকে এই নিয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটলো। দেশে এখন ও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭-তে। যার মধ্যে ২ জন বিদেশি নাগরিক ছিলেন। আক্রান্তের সংখ্যা ৬৪৯।
ওই মৃত বৃদ্ধা অন্ধ্রপ্রদেশের হিন্দপুরের বাসিন্দা। কিছুদিন আগে তিনি সৌদি আরব থেকে ফিরেছিলেন। তারপর সেখান থেকে ফিরে কর্নাটকে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। সেখানে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজীব গান্ধী ইনস্টিটিউট অব চেস্ট ডিজিজে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে তাকে বাউরিং এন্ড লেডি কার্জন হাসপাতালে ভর্তি করা হলে বুধবার তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস ও শ্বাসকষ্ট ছিল।
বিশ্বে করোনাতে মৃত্যু হয়েছে ২১ হাজারের বেশি। সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ইতালিতে। তবে স্পেনের অবস্থা আরও শোচনীয়। ক্রমাগত মৃতের সংখ্যা বাড়ছে। গত একদিনে স্পেনে ৭৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।