আজ কি আপনার ভাগ্য বদলাতে চলেছে? কি বলছে আজকের রাশিফল

আজ ২ রা অক্টোবর বুধবার, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই অশুভ তা জেনে নিন-

মেষরাশি: আর্থিক ক্ষতি হবে।

বৃষ: ভ্রমণ ব্যয় হবে।

মিথুনরাশি: কর্মব্যস্ততা।

কর্কটরাশি: শিরঃপীড়া।

সিংহরাশি: সাধুসঙ্গে সমাবেশ হবেন।

কন্যারাশি: কর্ম্মে বাধা সৃষ্টি হবে।

তুলারাশি: মাথায় আঘাত পাবেন।

বৃশ্চিকরাশি: অসৎ সঙ্গে ক্ষতি হবে।

ধনুরাশি: সঞ্চয় যোগ।

মকররাশি: আর্থিক সফলতা লাভ করবেন।

কুম্ভ: অবৈধ প্রণয়।

মিন: আত্মীয় শোকে বিভোর হবেন।