দেশনিউজ

দেশের মোট করোনা আক্রান্তের ৩০ শতাংশ নিজামুদ্দিনের যোগ, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

Advertisement

প্রথম থেকেই সন্দেহ ছিল, এবার তা ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। দেশের মোট করোনা আক্রান্তের ৩০ শতাংশ যোগ রয়েছে নিজামুদ্দিন সমাবেশের, এমনটাই জানাচ্ছে সরকারি পরিসংখ্যান। শনিবার সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, দিল্লীর ধর্মীয় সমাবেশ ফেরত তবলিঘি জামাতের সদস্যরা দেশের ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এছাড়া তামিলনাড়ুর ৮৪ শতাংশ, তেলেঙ্গানার ৭৯ শতাংশ, দিল্লীর ৬৩ শতাংশ, উত্তরপ্রদেশের ৫৯ শতাংশ ও অন্ধ্রপ্রদেশের ৬১ শতাংশ আক্রান্তের নিজামুদ্দিন যোগ রয়েছে।

গোটা দেশে ক্রমশ বেড়ে চলেছে করোনা সংক্রমণ। সরকারি তথ্য অনুযায়ী শনিবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৮ জন, এছাড়া মোট আক্রান্ত ১৪,৭৯২ জন। তবে এরই মাঝে আশার আলো দেখা গেছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অনেকেই। শনিবার পর্যন্ত গোটা দেশে সুস্থ উঠেছেন মোট আক্রান্তের ১৩.৮৫ শতাংশ অর্থাৎ ২,০১৫ জন।

এছাড়াও গত ১৪ দিনে দেশের ৪৫টি জেলা থেকে নতুন করে আর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। শুধু তাই নয় গত ২৮ দিনে সংক্রমণের হার অনেকটাই কমেছে বলে জানিয়েছেন তিনি। তার মতে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

Related Articles

Back to top button