দেশজুড়ে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল ডাক্তার থেকে প্রশাসন। তবে এরই আশার আলো দেখালো আইসিএমআর। তাদের গবেষণায় জানা গিয়েছে, একটি নির্দিষ্ট এলাকার করোনা আক্রান্ত মানুষের ৩০ শতাংশই নিজে থেকে সুস্থ হয়ে উঠেছেন। শুধু তাই নয় এদের মধ্যে এমন কিছু রোগীও আছেন যাদের মধ্যে কোনো উপসর্গই প্রকাশ পায়নি।
উল্লেখযোগ্য, একটি সংবাদ মাধ্যমের খবর অনুসারে আইসিএমআর জানিয়েছে যে ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল, রাজ্য সরকার ও WHO এর মিলিত গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এই বিষয়ে সারা দেশের ৭০ জেলার প্রায় ২৪ হাজার স্যাম্পেল সংগ্রহ করা হয়েছিল। সেগুলির ওপর গবেষণা করে জানা গিয়েছে একটি কনটেইনমেন্ট জোনের ১৫ থেকে ৩০ শতাংশ লোক সংক্রমিত হওয়ার পর নিজে থেকেই সুস্থ হয়ে উঠেছেন।
যদিও এই তথ্যে গোষ্ঠী রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি তবে এটি স্পষ্ট যে ওই এলাকার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি হয়েছে৷ অর্থাৎ ভবিষ্যতে ওই এলাকায় গোষ্ঠী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। এছাড়াও জানা যাচ্ছে সংক্রমিত হওয়ার পরেও কিছু মানুষের শরীরে এই রোগের কোনও লক্ষণই প্রকাশিত হয়নি। যদি তা হতো তবে ভারতে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যেতো।