আজ সোমবার ৩০ শে মার্চ, জানুন আজকের রাশিফল

আজ ৩০শে মার্চ, সোমবার। জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে।

মেষঃ আজ আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। মন ভালো থাকবে।

বৃষঃ ব্যবসার ক্ষেত্রে শত্রুতা বাড়বে। সাবধানে পদক্ষেপ নিন।

মিথুনঃ আজ আপনি অন্যের প্রতি নির্ভরশীল হতে পারেন।

কর্কটঃ আজ আপনি ভাইয়ের প্রতি স্নেহ পরায়ণ হবেন। পারিবারিক দিক দিয়ে শুভ।

সিংহঃ যদি কোনো অসৎ কর্মে জড়িয়ে পড়েন তাহলে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

কন্যাঃ আজ আপনার অস্থিরতা বৃদ্ধি পাবে। পরিকল্পনা করে কাজ করুন।

তুলাঃ কোথাও যাত্রা করলে তা শুভ হবে।

বৃশ্চিকঃ আজ আপনার ঋণের সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করুন।

ধনুঃ বুদ্ধিভ্রম হয়ে সমস্যায় পড়তে পারেন। তাই ভেবেচিন্তে কাজ করুন।

মকরঃ সন্তানের দ্বারা পীড়া পেতে পারেন। মানসিক দিক দিয়ে ভালো যাবে না।

কুম্ভঃ কোনো সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন। সাবধানে থাকুন।

মীনঃ ব্যবসায় মন্দাভাব দেখা দিতে পারে। তবে হতাশ হবেন না।