আর ১ জনের শরীরে মিলল ভাইরাস, দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩
বর্তমানে সর্বত্র একটাই ভয়, যার নাম করোনা ভাইরাস। করোনার দাপটে চিন হয়েছে মৃত্যুপুরী, বিশ্বের প্রায় সব দেশেই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। ভারতে কাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৪২, আজ সেই সংখ্যা বেড়ে ৪৩। এই ৪৩ জনের মধ্যে ৪০ জনের শরীরে পাওয়া গেছে COVID-19-এর অস্তিত্ব।
তবে এদের মধ্যে বেশিরভাগ মানুষই বিদেশ থেকে ফিরেছেন। সর্তকতা অবলম্বন করে জারি করা হয়েছে বিভিন্ন ধরনের নির্দেশিকা। বিদেশ থেকে আগত প্রত্যেক ব্যক্তিরই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বন্ধ রাখা হবে বিদেশি জাহাজের আনাগোনা, এমনটাই সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
আরও পড়ুন : ভারতে করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু, দেশজুড়ে আতঙ্ক
পর্যবেক্ষণে রাখা হচ্ছে কেরালায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ করা হলেও, পড়ে মুক্তি দেওয়া তিন ব্যক্তিকে। নাগরিকদের ভ্রমনের ব্যাপারে সম্পূর্ণ নির্ভুল তথ্য দেওয়ার কথা স্পষ্ট জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জারি করা নির্দেশিকায়, কোনো তথ্য লুকিয়ে বেঠিক তথ্য দিতে নিষেধ করা হয়েছে।
অপরদিকে রাজ্যে করোনায় আক্রান্ত সন্দেহে রোগীদের নমুনা সংগ্রহের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে, প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হবে রাজ্যের ৫ হাসপাতালে। নমুনা সংগ্রহের প্রশিক্ষণ হবে উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর মেডিক্যালে এবং আর জি কর মেডিক্যালে। সরকারি ও বেসরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ও আইসোলেশন কেবিন এর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর।