নয়া দিল্লি : করোনার কবলে এবার মাত্র ৪৫ দিনের শিশু। নিউ দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয় ওই শিশুটি। গত বেশ কয়েকদিন ধরেই সে হাসপাতালে ভর্তি ছিল। শনিবার সেই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর অনুযায়ী ১৪ এপ্রিলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। আর ১৬ এপ্রিল তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
মৃতদের তালিকায় এই ৪৫ দিনের শিশুটিই এখনও পর্যন্ত সর্বকনিষ্ট। তবে এই শিশুর শরীরে কিভাবে সংক্রমণ ঘটেছে তা জানা যায়নি। ওই বেসরকারি হাসপাতালে আরেক শিশুও করোনাতে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সেই শিশুর বয়স ১০ মাস। এছাড়া ওই হাসপাতালের ৩ জন নার্স ও ১ জন চিকিৎসক করোনাতে আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর।
কয়েকদিন আগে ৮ তারিখে গুজরাটে এক ১৪ মাসের শিশু করোনাতে আক্রান্ত হয়ে মারা যায়। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৭০৭ জন। মোট মৃত্যু হয়েছে ৫০৭ জনের।