কি ভাবছেন তো আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন আজকের রাশিফল

আজ 4-ঠা অক্টোবর শুক্রবার, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের…

Avatar

আজ 4-ঠা অক্টোবর শুক্রবার, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই অশুভ তা জেনে নিন-

মেষরাশি: শুভ যোগাযোগ।

বৃষ: শরিকি জামেলা।

মিথুনরাশি: কাজে সহায়তা পাবেন।

কর্কটরাশি: উদরপীড়ায় কষ্ট পাবেন।

সিংহরাশি: রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন।

কন্যারাশি: পরোপকারে ব্যয় হবে।

তুলারাশি: রেগে যাবেন।

বৃশ্চিকরাশি: গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হবে।

ধনুরাশি: প্রচেষ্টা সার্থক হবে।

মকররাশি: শত্রুতায় ক্ষতি হবে।

কুম্ভ: ইন্দ্রিয় সংযম।

মিন: ভ্রমণে কষ্ট ভোগ করতে হবে।