টানা ৫ দিন বন্ধ ব্যাংক-ATM, হয়রানির মুখে সাধারণ মানুষ
বেতন বৃদ্ধির দাবিতে ফের বন্ধ থাকতে পারে ব্যাংক। এর আগে গত ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারির দু’দিন ব্যাংক ধর্মঘট হওয়ায় সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে পরতে হয়। গত জানুয়ারিতে IBA-র সঙ্গে ট্রেড ইউনিয়নগুলির আলোচনা ভেস্তে যাওয়ার পরে ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ধর্মঘটের পথে গিয়েছিল মোট ন’টি ইউনিয়ন। সেই সময় ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে আবার ধর্মঘটের পথে যাবে বলে জানিয়েছিল। এবার কর্মী সংগঠন আগামী মাসে আবার ব্যাংক ধর্মঘটের ডাক দিল যার জেরে টানা পাঁচদিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক ও ATM। মার্চের দ্বিতীয় সপ্তাহে ধর্মঘটের হুমকি দিয়েছে তারা।
ব্যাঙ্ক কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের (IBA) সঙ্গে আলোচনা চালাচ্ছে। তাদের দাবি না মানলে আগামী ১১ মার্চ থেকে ১৩ মার্চ তারা ধর্মঘটের পথে এগোবে এমনটা শনিবার অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA) এবং ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (BEFI) জানিয়ে দিয়েছে ব্যাংক ইউনিয়নগুলির কমপক্ষে ১৫% মজুরি বৃদ্ধির দাবিতে ১২.২৫% পর্যন্ত মজুরি বৃদ্ধিতে রাজি হয়েছে IBA। কিন্তু তাদের দাবি সম্পূর্ন মানা না হলে আগামী ১ এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের ধর্মঘটের হুমকি দিয়েছে তারা।
১১ মার্চ বুধবার হওয়ায় ১৩ অর্থাৎ শুক্রবার পর্যন্ত ব্যাংকের কাজকর্ম বিপর্যস্ত হওয়ার আশঙ্কা। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে শনিবার ব্যাংক বন্ধ থাকে, তাই শনিবার ও ব্যাংক বন্ধ। আর রবিবার তো ব্যাংক বন্ধই থাকে। ফলে বুধবার থেকে রবিবার টানা ৫ দিন ব্যাংক বন্ধ থাকার আশঙ্কা।