দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। একদিন আগেই যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৩৪ সেখানে আবার পাঁচজনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে করোনায় আক্রান্তের সংখ্যা পৌছেছে ৩৯। কাশ্মীর, লাদাখ,তামিলনাড়ু , পাঞ্জাব, দিল্লিতে ইতিমধ্যেই আক্রান্তের খোঁজ মিলেছে।
কেরলে একই পরিবারের পাঁচজনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। পরিবারটি কিছুদিন আগে ইতালি থেকে ফিরেছে। তারা তাদের ট্রাভেল হিস্টরি গোপন করেছে, স্ক্রিনিং ও হয়নি তাদের, ওই পরিবার ভর্তি হতে চাননি হাসপাতালে এমনটাই জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা।
আরও পড়ুন : করোনা ভাইরাসের প্রভাবে এয়ারলাইনসের ব্যবসাতে মন্দা
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে দেশকে বাঁচাতে কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির আলোচনা চলছে। জারি করা হয়েছে কিছু নির্দেশিকা। কারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করা, অযথা মাস্কের ব্যবহার না করা, বিমানবন্দরে নামার পরই মেডিক্যাল স্ক্রিনিং এসব সচেতনতার পাশাপাশি ইরানে আটকে থাকা ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশ থেকে আগত মানুষের দেহে এই ভাইরাস পাওয়ায় করোনা আক্রান্ত দেশগুলিতে না গেলে বা সেখান থেকে কেউ দেশে না নতুন করে না আসলে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা তুলনামূলক ভাবে কম। সচেতনতা বৃদ্ধি এবং সাবধানতা অবলম্বন করার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর খরবে আতঙ্কিত গোটা বিশ্ব , এরকম পরিস্থিতিতে ভারতের বিভিন্ন শহরে করোনার চিকিৎসার জন্য অনেকগুলি সেন্টার খোলার পাশাপাশি বিভিন্ন হাসপাতালেও আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন গুজবে কান না দিয়ে ডাক্তারের পরামর্শ মেনে চলতে।