গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক, মৃতের সংখ্যা প্রায় ৫ হাজার ছাড়িয়েছে। নোভেল করোনা ভাইরাসের দাপট বেড়েই চলেছে, আর তার সাথে বেড়ে চলেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। প্রায় ৫ হাজার মানুষের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস।
মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। নোভেল করোনাভাইরাসে এখনো পর্যন্ত গোটা বিশ্বে আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজার ৪১৪ জন। সবথেকে বেশি করুণ পরিস্থিতি করোনাভাইরাসের উৎপত্তি স্থল চিনে, তারপরেই ইতালি ও ইরানে আক্রান্তের সংখ্যা বেশি।
আরও পড়ুন : ভারতে প্রথম মৃত্যু করোনা ভাইরাসে
ইতালিতে মৃত্যু হয়েছে ১০১৬ জনের। অপরদিকে ইরানে মৃতের সংখ্যা ৪২৯। স্পেনে মৃত্যু হয়েছে ৮৪ জনের। জার্মানিতে মৃত্যু হয়েছে ৫ জনের। ভারতে এখনো পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্রমশ সব দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস, সতর্কতা অবলম্বন করা হচ্ছে যাতে নিয়ন্ত্রণে আনা যায়। গুজবে কান না দিয়ে ডাক্তারের পরামর্শ নিতে বলা হয়েছে।