Today Trending Newsদেশনিউজ

করোনা সংক্রমণ আটকাতে যথেষ্ট নয় ৬ ফুটের সামাজিক দূরত্ব, দাবি গবেষকদের

Advertisement

বিশ্ব জুড়ে ক্রমশ ত্রাসের সৃষ্টি করেছে কোভিড ১৯। করোনা ভাইরাস জনিত এই মারণ রোগ মারাত্মক ছোঁয়াচে প্রকৃতির। ফলে একমাত্র সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমেই সংক্রমণ আটকানো যেতে পারে এই ভাইরাসের। যার জন্য ইতিমধ্যে বিশ্ব জুড়ে লকডাউন জারি হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্যই এই লকডাউন। শ্বাসবাহিত ড্রপটলেটস যাতে সামনে থাকা ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে না পারে তার জন্যই সামাজিক দূরত্ব মেনে চলা।

তবে এই দূরত্ব বিধি ৬ ফুটের মধ্যে নিরাপদ নয় বলে জানালেন বিজ্ঞানীরা। করোনা ভাইরাসের ক্রমশ ছড়িয়ে পড়া দেখেই এমন সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। তাইওয়ানের সান ইয়াৎ সিয়াং বিশ্ববিদ্যালয়ের গবেষক চাই ওয়াং, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক রবার্ট স্কোলে, কিম্বারলি প্রাথার নামের তিন বিজ্ঞানী সম্প্রতি এক গবেষণাপত্র প্রকাশ করেছেন। সেখানেই তারা উল্লেখ করেছেন যে, ক্রমশ নিঃশব্দ ঘাতক হয়ে উঠছে করোনা ভাইরাস। এ বিষয়ে কোন সন্দেহ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬ ফুট দূরত্ব মেনে চলার নির্দেশিকাও আর কাজ করছে না।

এই গবেষণায় তারা দেখিয়েছেন, করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশি থেকে নির্গত ড্রপটলেটস বাতাসে দীর্ঘক্ষণ ভেসে থাকছে। যা ৬ ফুটের বেশি দূরত্বেও ছড়িয়ে পড়ছে। বাতাসের মধ্যে সবচেয়ে বেশি ছড়াচ্ছে করোনা ভাইরাস। এমনকি আক্রান্ত ব্যক্তির শরীরে দেখা যাচ্ছে না কোন উপসর্গও।

Related Articles

Back to top button