দেশনিউজ

করোনা মোকাবিলায় ফিক্স ডিপোজিট ভেঙে সমস্ত সঞ্চয়ের টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দিলেন এই বৃদ্ধা

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – উত্তরাখণ্ডের চামলী জেলায় বসবাসরত এক ৬০ বছরের বৃদ্ধা, তার সারা জীবনের জমানো সঞ্চয় ১০ লক্ষ টাকা দান করলেন প্রধানমন্ত্রীর ফান্ডে। এই বৃদ্ধা মহিলার নাম দেবোকি ভান্ডারী, ইনি একজন সামাজিক কর্মচারী। তার কোন সন্তান না থাকার জন্য তিনি ভাবলেন তার সারা জীবনের এই উপার্জিত অর্থ যেন সাধারণ মানুষের কল্যাণের কাজে ব্যয় করা হয়, তাই তার এই প্রচেষ্টা। পেনশন এবং ফিক্স ডিপোজিট ভেঙে প্রায় ১০ লক্ষ টাকার কাছাকাছি তিনি অনুদান করেন। একটি ভাড়া বাড়িতে থাকেন, সেরকম কোন খরচ নেই। তাই তার মনে হল দেশের এমন দুর্দিনের সময় তার জমানো অর্থ দেশের জন্যই ব্যয় করা উচিত।

এখানকার মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেন, “গল্পে শোনা যায় যে একেক সময় একেক জন রাজা এসেছেন তারা অনেক দান করেছেন, কিন্তু এমন মানুষকে স্বচক্ষে দেখা খুব বিরল ঘটনা।” গোটা বিশ্বে করোনা মহামারীর আকার ধারণ করেছে। আমাদের ভারতবর্ষ এও সংখ্যাটা দিনে দিনে বেড়েই চলেছে। তাই সমস্ত জায়গায় প্রধানমন্ত্রীর ফান্ড , মুখ্যমন্ত্রীর ফান্ড খুলেছেন যেখানে অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটি মানুষ তো আছেনই এমনকি সাধারণ মানুষ ও টাকা জমা দিচ্ছেন। সবাই এগিয়ে এসেছেন তাদের সাধ্যমত।

এই যুদ্ধটা গোটা ভারতবর্ষ এমনকি গোটা বিশ্বের যুদ্ধ। তাই প্রত্যেকের উচিত নিজেদের সাধ্যমত নিয়ে আসা। আমাদের দেশেও অনেক এমন মানুষ আছেন যারা নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে তারা দান করেছেন। এমন করে সবাই মিলে পাশাপাশি থাকলে এই করোনা যুদ্ধ জয় নিশ্চিত।

Related Articles

Back to top button