Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পৃথিবী থেকে ৬৪০ আলোকবর্ষ দূরে রয়েছে ‘অতি-গরম দৈত্যাকার গ্রহ’, শুরু হয় লোহার বৃষ্টি

জ্যোতির্বিজ্ঞানীরা মীন রাশির নক্ষত্রমণ্ডলে একটি অতি-গরম দৈত্যাকার গ্রহ পর্যবেক্ষণ করেছেন। তাদের অনুমান, সেখানে লোহার বৃষ্টিপাত হয়। এই গবেষণার মাধ্যমে সৌরজগতের বাইরে বিভিন্ন গ্রহের জলবায়ু অধ্যয়নের আরও ভালো উপায় পাওয়া যেতে…

Avatar

জ্যোতির্বিজ্ঞানীরা মীন রাশির নক্ষত্রমণ্ডলে একটি অতি-গরম দৈত্যাকার গ্রহ পর্যবেক্ষণ করেছেন। তাদের অনুমান, সেখানে লোহার বৃষ্টিপাত হয়। এই গবেষণার মাধ্যমে সৌরজগতের বাইরে বিভিন্ন গ্রহের জলবায়ু অধ্যয়নের আরও ভালো উপায় পাওয়া যেতে পারে।

সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের গবেষণারত জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, দৈত্যাকার এক্সোপ্লানেটটি ডব্লুএএসপি- ৭৬ বি দূরত্বে রয়েছে। পৃথিবী থেকে যেখানে পৌঁছাতে ৬৪০ আলোকবর্ষ সময় লাগবে। এখানে দিনেরবেলা তাপমাত্রা ২৪০০ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়, যা ধাতব দ্রব্য বাষ্পীভূত করার পক্ষে যথেষ্ট উচ্চ। নেচার জার্নালে প্রকাশিত এই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে, প্রবল বাতাস লোহার বাষ্পকে শীতল রাতেরবেলা নিয়ে যায়, যেখানে এটি লোহার ফোঁটাগুলিতে ঘনীভূত হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ভারতে করোনা ভাইরাসে প্রথম বলি এক বৃদ্ধ

সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষণার সহ-লেখক ডেভিড এহরেনরিক বলেন, এখানে সন্ধ্যার সময় লোহার বৃষ্টি হয়। গবেষকরা বলেন যে, এই ঘটনাটি ঘটে কারণ ‘আয়রন রেইন’ গ্রহটি কেবল একটি দিকে দিন হয়, যেদিকে সবসময় আলো থাকে। ফলে ওই দিকটি উষ্ণ হয়। আবার এর শীতল রাতের দিকটি চির অন্ধকারে থেকে যায়। এ বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেন যে, পৃথিবীর চাঁদের মতো, ডব্লুএএসপি-৭৬ বি জোয়ারে বাঁধা রয়েছে, যার অর্থ গ্রহটি তার অক্ষের চারদিকে ঘুরতে যতক্ষণ সময় লাগে ততক্ষণে নক্ষত্রের চারিদিকে ঘুরতে পারে।

About Author