সকাল থেকেই আকাশের মুখ ভার আর তার সঙ্গে ব্যাপক বৃষ্টি। রবিবার সকাল থেকে এমনটাই রয়েছে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়া। নিম্নচাপের বেশ ভালোমতো প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গে। রবিবার থেকেই যে এই নিম্নচাপের প্রভাব পড়বে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেই মতোই এদিন ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি আর সেই সঙ্গে শুরু হয়েছে ঝড়ো হাওয়ার দাপট। রবিবার দিনভর আবহাওয়া এমনটাই থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সোমবার নিম্নচাপের রেশ কাটলে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
দিন কয়েক আগে বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই নতুন করে আরেকটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। এই নিম্নচাপের কারণে এদিন সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। হাওয়া অফিসের পূর্বাভাস, এই নিম্ন চাপের কারণে দক্ষিণ ২৪ পরগনা পুরুলিয়া ঝারগ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাঁকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এবং তার সঙ্গেই বইবে ঝড়ো হাওয়া।
এদিন সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আকাশ অধিকাংশ সময় রয়েছে মেঘলা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। নিম্ন চাপের কারণে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এখনো চলছে অবিরাম। উত্তাল থাকতে শুরু করেছে সমুদ্র। এই কারণে পর্যটস্থল গুলিতে আলাদা করে সতর্ক করার কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সপ্তাহ শেষে সাধারণত দীঘা বকখালি এবং মন্দারমনিতে পর্যটকদের ভিড় একটু বেশি থাকে। অন্যদিকে আবার সোমবার স্বাধীনতা দিবসে ছুটি রয়েছে। এই কারণে শনিবার থেকে দীঘা, তাজপুরে ভিড় বাড়তে শুরু করেছিল। ফলে সেখানে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। মৎজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। চলতি বর্ষার মৌসুমে উত্তরবঙ্গে শুরু থেকেই ভারী বৃষ্টিপাত হতে শুরু করেছে। তবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এতদিন পর্যন্ত কিছুটা হলেও কম ছিল। তবে বর্ষার শেষ লগ্নে ঝড়ো ব্যাটিং শুরু করেছে বৃষ্টি। বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। কার্যত নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা ফিরেছে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা।