Today Trending Newsকলকাতানিউজরাজ্য

একই পরিবারে তিনজন, বাংলায় করোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে ৭

Advertisement

রাজ্যে প্রথম আক্রান্ত সেই বালিগঞ্জের তরুণের মা-বাবা এবং পরিচারিকার শরীরেও পাওয়া গেল ভাইরাস, সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭।

জানা গেছে বালিগঞ্জের ওই তরুণ ১৩ই মার্চ লন্ডন থেকে দিল্লী হয়ে কলকাতা আসেন। দিল্লীতে দেড় ঘণ্টার মতো ছিলেন তিনি। তারপর কলকাতায় আসার পর ১৬ই মার্চ থেকে শুরু হয় সর্দি কাশি। তার পাঞ্জাব ও ছত্তিসগড়ের দুই বন্ধু যারা সাথে ছিলেন তাদের নমুনা পজিটিভ আসায় ওই তরুণ তার বাবার সাথে বেলেঘাটা আইডি তে যান। সেখানে তার শরীরে মেলে ভাইরাস। ১৭ তারিখ তাকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি-তে। এরপর আর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে পাঠানো হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।

আরও পড়ুন : অযথা খাদ্য সামগ্রী মজুত করবেন না, রাজ্যে কোন কোন পরিষেবা খোলা থাকবে, দেখুন

তার সংক্রমণ হওয়ার পর তার বাবা, মা, ভাই, দাদু এবং ঠাকুমাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।এমনকি তাদের বালিগঞ্জের আবাসনেও নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দফতর। এরপর আজ জানা গেছে যে, আক্রান্ত তরুণের বাবা ও মা এর শরীরে মিলেছে ভাইরাস। শুধু তাই নয় তাদের বাড়ির পরিচারিকাও করোনা পজিটিভ। ক্রমাগত সংক্রমণের সংখ্যা যেন বেড়েই চলেছে। বর্তমানে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭ এবং গোটা দেশে ৩৬০।

Related Articles

Back to top button