ক্যানিং এর মাতলা নদীতে ধরা পড়ল একটি কৈভোলা মাছ, যাকে ঘিরে হিড়িক পড়ে যায় ক্যানিং এ। দলে দলে মানুষ আসতে শুরু করে সেখানে এবং মাছটির সঙ্গে সেলফি তোলে। মাছটির ওজন প্রায় ৭৪ কিলোগ্রাম। শুক্রবার পাঁচটার সময় চিংড়ি মাছ ধরার জালে জড়িয়ে পড়ে মাছটি।
তবে মাতলা নদীতে এই মাছটি প্রায়ই দেখা যায় কিন্তু তা দুই থেকে তিন কিলোগ্রাম ওজনের মধ্যেই হয়। এতো বড় আকারের মাছ দেখতে তাই স্বভাবতই উৎসাহী হয়ে ওঠেন সাধারণ মানুষ। রাত নটা পর্যন্ত মাছটির দর্শন পেতে ভিড় দেখা যায় সাধারণ মানুষের। মাছটির ছবিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন : মুর্শিদাবাদে নাগরিকত্ব আইন বিরোধী সমাবেশের অনুমতি দিল না রাজ্য পুলিশ
এই মাছটির প্রতি কিলো দুশো থেকে আড়াইশো টাকায় সেখানে বিক্রি হলেও ৭৪ কেজির ওই মাছটি বিক্রি করতে পারেনি তারা। বন দপ্তর জানায় মাছটি বিক্রি করা যাবে না এবং মাছটি তারা বাজেয়াপ্ত করে নিয়ে যায় যদিও এর কারণ তারা জানায় নি।