কেন্দ্রীয় কর্মীদের উপহার দেবে মোদি সরকার, বেতন সরাসরি ২৭০০০ টাকা বাড়বে
কেন্দ্রীয় কর্মীদের জন্য রয়েছে বড়ো সুখবর
সরকারি কর্মচারীদের জন্য রয়েছে সুখবর। আপনিও যদি ডিএ বৃদ্ধির জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে আপনার অপেক্ষার অবসান হতে চলেছে। কেন্দ্রীয় সরকার ডিএ ৪ শতাংশ বাড়াতে চলেছে। এই বৃদ্ধির পরে, আপনার বেতন বাম্পার বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ, সরকার সরাসরি ২৭,০০০ টাকা বাড়াচ্ছে আপনার বেতন। এটি আগামীকাল অর্থাৎ শুক্রবার স্ট্যাম্প করা হতে পারে বলেই ঘোষণা জারি করেছে মন্ত্রণালয়। এরপরই এই কাজ শুরু করবে মন্ত্রণালয়।
লক্ষাধিক পেনশনভোগী ও কর্মচারী উপকৃত হবেন
আগামীকাল অর্থাৎ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে, তার পরেই বেতন বাড়বে কর্মীদের। ইতিমধ্যেই, শুক্রবার মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকা হয়েছে, যাতে বেতন বাড়ানোর ঘোষণা দেওয়া হবে। এর ফলে লক্ষাধিক পেনশনভোগী ও কর্মচারী সরাসরি উপকৃত হবেন।
শুক্রবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে
জানিয়ে রাখি, বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে শুক্রবারের বৈঠকেই ৪ শতাংশ মহার্ঘ ভাতা অনুমোদন করা হবে। এর পরই নোটিশ জারি করবে অর্থ মন্ত্রণালয়। সরকার জানিয়েছে, নোটিশ জারি হলেই কর্মচারীদের বেতন বাম্পার বাড়বে।
বেতন ২৭,০০০ টাকা বাড়বে
যদি একজন কর্মচারীর মূল বেতন ১৮,০০০ টাকা হয়, তাহলে তার বেতন প্রতি মাসে ৭২০ টাকা বাড়বে, অর্থাৎ, বার্ষিক ভিত্তিতে, কর্মচারীদের বেতন ৮,৬৪০ টাকা বৃদ্ধি পাবে। অন্যদিকে, যদি কর্মচারীদের মূল বেতন প্রতি মাসে ৫৬,৯০০ টাকা হয়, তবে তাদের বেতন প্রতি মাসে ২২৭৬ টাকা বাড়বে, অর্থাৎ, বার্ষিক ভিত্তিতে বেতন ২৭,৩১২ টাকা বৃদ্ধি পাবে। সরকার শিগগিরই বেতন বাড়ানোর ঘোষণা দিতে পারে।
এর আগেও মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানো হয়েছিল
আপনাদের জানিয়ে রাখি যে কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বাড়লে মহার্ঘ ভাতা ৪২ শতাংশ হারে পৌঁছাবে। ২০২২ সালের জুলাই মাসেও সরকার কর্মীদের ডিএ ৪ শতাংশ বাড়িয়েছিল। ফলে তাদের মহার্ঘ ভাতা হয়েছিল ৩৮ শতাংশ। এবারে যদি আরো ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়, তাহলে লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন।