নিউজদেশ

7th pay commission Dearness Allowance Hike: এক লাফে মহার্ঘ ভাতা বাড়িয়ে ৩৪ শতাংশ করল এই রাজ্য, অবশেষে সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি

কেন্দ্রীয় সরকারের মতোই এই রাজ্যের সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে এ বছর

Advertisement

মহার্ঘ ভাতার দাবি নিয়ে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন। তবে বাংলার সরকারী কর্মীরা এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো রকম স্বস্তির খবর পাননি। বরং বলতে গেলে দুই পক্ষের মধ্যে দূরত্ব আরো বৃদ্ধি পেয়েছে। তৈরি হয়েছে রীতিমত সংঘাতের পরিস্থিতি। তৃণমূল সরকার বাংলায় কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করছে না। তবে কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ সরকার কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকারি কর্মীদের জন্য। একটি নির্দেশিকা জারি করে সরকার জানিয়েছে, এবার থেকে হিমাচলের রাজ্য সরকারি কর্মীরা ৩৪ শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। এর আগে হিমাচলের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। অর্থাৎ ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলো।

সরকারি এই নির্দেশিকা জানানো হয়েছে ২০২২ সালের ১লা জানুয়ারি থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকরী হতে চলেছে। অর্থাৎ এক বছর তিন মাসের বকেয়া মহার্ঘ ভাতা সরকারি কর্মীরা পেতে চলেছেন একসাথে। এপ্রিল মাসের বেতনের সঙ্গে বর্ধিত হারে মহার্ঘ ভাতা কর্মীদের একাউন্টে ঢুকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এদিকে ১৫ মাসের বকেয়া মহার্ঘ ভাতা কর্মীদের জিপিএফ একাউন্টে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে সে রাজ্যের সরকার।

যদিও এর আগে হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে আরো অনেক বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিউ পেনশন স্কিম বনাম ওল্ড পেনশন স্কিম বিতর্ক নিয়ে উত্তাল হয়েছিল হিমাচল প্রদেশ। সেই রাজ্যের সরকার ইস্তেহারে অন্যতম বড় প্রতিশ্রুতি দিয়েছিল ওল্ড পেনশন স্কিম চালু করার। পরে নির্বাচনে জিতে কংগ্রেস সরকারের তরফে ওপিএস চালু করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কংগ্রেস শাসিত ছত্রিশগড় এবং রাজস্থানে ওপিএস চালু করার প্রক্রিয়া চালাচ্ছে সরকার।

অন্যদিকে গত মাসে মোদি সরকারের তরফে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। এক লাফে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। নয়া মহার্ঘ ভাতা হার কার্যকর হয়েছে জানুয়ারি থেকে। এর ফলে বর্তমানে সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে আগামী দিনে এই ভাতা আরো বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী জুলাই মাস থেকে ফের এক দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার কথা রয়েছে। যদি জুলাই মাসে আবারো মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় তাহলে বেতন আরো বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। গত ফেব্রুয়ারিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স কমেছিল মাত্র ০.১ শতাংশ। এর আগে জানুয়ারি মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ছিল ১৩২.৮ শতাংশ। ফেব্রুয়ারিতে এটি হয়েছে ১৩২.৭ শতাংশ। এর ফলে আগামী জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button