Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিটম্যান্ট ফ্যাক্টর বাড়বে ৩ গুন, জেনে নিন কত টাকা আসবে অ্যাকাউন্টে

Updated :  Sunday, November 26, 2023 11:36 AM

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর। এতে লাভবান হবেন লাখ লাখ মানুষ। আসলে কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের জন্য প্রায় নতুন নতুন প্ল্যান নিয়ে আসে। এবার জানা যাচ্ছে যে তাদের বেতনে আগামী বছর থেকে বড় পরিবর্তন হতে পারে। নতুন বছরে আবার বাড়বে মহার্ঘ্য ভাতা। সেইসাথে সরকার নতুন বেতন কমিশন আনতে পারে। এছাড়া কেন্দ্রীয় কর্মচারীদের বেতনে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এরফলে মাসিক বেতন অনেকটাই বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের।

এই বছরের শেষে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা ৪৬% হারে মহার্ঘ্য ভাতা পেয়ে থাকেন। এআইসিপিআই সূচকের যে তথ্য এখন পর্যন্ত এসেছে তাতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পরের বারও ডিএ এর পরিমাণ একেবারে ৪-৫% বৃদ্ধি পাবে। সেপ্টেম্বর পর্যন্ত AICPI সূচকের তথ্য প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত মহার্ঘ ভাতা বেড়েছে ২.৫০ শতাংশ। বর্তমানে ডিএ স্কোর ৪৮.৫৪ শতাংশ। অনুমান সঠিক হলে নতুন বছরে মহার্ঘ ভাতা ৫১ শতাংশে পৌঁছাতে পারে।

এছাড়া মোদী সরকার এবারের বাজেটে ফিটম্যান্ট ফ্যাক্টর বাড়াতে পারেন। এই ফিটম্যান্ট ফ্যাক্টর কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতন নির্ধারণ করে। কর্মীদের ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকা হতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ। কেউ যদি লেভেল ১ গ্রেড পে-তে ১৮,০০০ টাকা বেসিক পে পায়, তাহলে তার মোট বেতন হবে ১৮,০০০×২.৫৭ টাকা অর্থাৎ ৪৬,২৬০ টাকা। তবে এই ফিটম্যান্ট ফ্যাক্টর বাজেটের পর ৩.৬৮ শতাংশ অব্দি বাড়ানো হতে পারে। যদি এটি ৩.৬৮% হিসাবে ধরা হয় তবে বেতন হবে ২৬,০০০X৩.৬৮ = ৯৫,৬৮০ টাকা। অর্থাৎ কর্মচারীদের বেতনের মোট পার্থক্য হবে ৪৯,৪২০ টাকা। এরফলে সর্বোচ্চ বেতন যারা পান, তাঁরা ব্যাপক লাভবান হবেন।