করোনা ভাইরাসের কবলে গোটা দেশ। ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। তার সাথেই মৃতের হার ও বাড়ছে। তবে কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী এই মারণ ভাইরাস এখনও উত্তর-পূর্ব ভারতে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। উত্তর-পূর্ব ভারতের ৫ রাজ্য বর্তমানে করোনা মুক্ত। আর বাকি ৩ রাজ্যতে সংক্রমণের হার প্রায় কমে এসেছে। যে ৫ রাজ্য সংক্রমণমুক্ত, সেগুলি হল- সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, ত্রিপুরা।
আর বাকি ৩ রাজ্য অসম, মেঘালয়, মিজোরামে সংক্রমণের হার কমছে। সরকারি রিপোর্ট অনুসারে অসমে ৮ জন, মেঘালয়ে ১১ জন, ও মিজোরামে ১ জন বর্তমানে সংক্রমিত আছেন। এরা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে বলে চিকিৎসকরা আশা করছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় এই ৩ রাজ্যে নতুন করে সংক্রমণের খবর পাওয়া যায়নি।
এদিকে দেশে আক্রান্তের হার ক্রমেই বাড়ছে। আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ১ হাজারের গন্ডি পার করেছে। তবে সুস্থ হয়েছেন ৭ হাজার জনের বেশি মানুষ। মৃতের সংখ্যার ৫০ শতাংশের বেশি রয়েছে ৩ রাজ্যের মধ্যে। দেশের মধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। ৪০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।