মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের জেনারেল কাসেম সোলেমানি হত্যার বদলা হিসেবে আজ ভোরে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোঁড়ে ইরান। ইরাকের ওই সেনাঘাঁটি দুটিতে আমেরিকার সৈন্যরা থাকতো। ওই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন অল ইজ ওয়েল অর্থাৎ কোনো ক্ষতি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট টুইট করে জানিয়েছিলেন ইরানি মিসাইল হামলায় কোনো ক্ষতি হয়নি মার্কিন সেনার।
কিন্তু ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার বলেছে যে ইরাকে মার্কিন সেনাঘাঁটি লক্ষ করে তেহরানের চালানো ১৫ টি ক্ষেপণাস্ত্রের হামলায় কমপক্ষে ৮০ জন আমেরিকান সন্ত্রাসী মারা গিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভি আরও বলেছে যে ওয়াশিংটন কোনও প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে ইরান মার্কিন সৈন্যঘাঁটি লক্ষ্য করে আরও এরকম হামলা চালাবে।
আরও পড়ুন : মার্কিন বাহিনীই সবচেয়ে শক্তিশালী, সঠিক সময়েই জবাব দেব ইরানকে, ঘোষণা ট্রাম্পের
ইরানের তরফে আরও জানানো হয়েছে যে, তাদের লক্ষ্য ছিল ১০০ টি এরকম হামলা চালানোর। তারা এটিও দাবি করেছে যে মার্কিন হেলিকপ্টার এবং সামরিক সরঞ্জাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের এই মিসাইল হামলায়। এখন এর প্রত্যুত্তরে আমেরিকা কি বলে সেটাই দেখার।