আন্তর্জাতিকনিউজ

নরওয়ের উপকূলে মিললো আশি বছরের পুরনো জাহাজ

Advertisement

নরওয়ে  পেড়িয়ে গেছে ৮০ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নরওয়ে সমুদ্র উপকূলে খুঁজে পাওয়া গেলো বহু পুরোনো হারিয়ে যাওয়া যুদ্ধ জাহাজের ধ্বংসাবশেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া ওই জাহাজের ছবি ও কাঠামোটির সোনার স্ক্যান করে সেটিকে শনাক্ত করেছে নরওয়ে পাওয়ার গ্রিড অপারেটর স্ট্যাটনেট ও সমুদ্র প্রত্নতত্ত্ববিদ।

সূত্রের খবর ১৯৭৭ থেকে কাজ করে চলা ওই কেবলটির ১৫ মিটার দূরে পাওয়া যায় জাহাজটির ধ্বংসাবশেষ, যেই কেবল ছিলো ডেনমার্ক ও নরওয়ের মধ্যে সংযোগ রক্ষাকারী কেবল। ১৯৪০ সালে এই জাহাজটি নরওয়ে আক্রমণের জন্য ব্যবহার করা হয়। পরে ওই দক্ষিণ নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড থেকে ফিরে আসার সময় ওই জাহাজটি ব্রিটিশ আক্রমণের মুখে পড়ে।

এরপরেই ব্রিটিশ সাবমেরিন থেকে ছোঁড়া টর্পেডোর আঘাতে জাহাজটি ডুবতে শুরু করে। পরে সমুদ্রের ৪৯০ মিটার তলায় ও উপকূল থেকে ১৩ ন্যটিকাল মাইল থেকে ২৪ কিমি দূরত্বে  পাওয়া যায় জাহাজটিকে। কথায় বলে ইতিহাস ফিরে ফিরে আসে আর এই জাহাজ তারই আদর্শ উদাহরণ।

 

 

Related Articles

Back to top button