শ্রেয়া চ্যাটার্জি : এই মানুষটির গল্প শুনলে আপনি মনে মনে গেয়ে উঠবেন ‘কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি’, ৭০ বছর বয়সে আঁকা শেখেন, তার আঁকা মিলানের প্রদর্শনীতে পাঠানো হয়েছে। যা সত্যিই একটি অবিশ্বাস্য ঘটনা। মধ্যপ্রদেশের লোরহা গ্রামের ৮০ বছরের বৃদ্ধার নাম বাইগা। যিনি একটি আদিবাসী পরিবার থেকে উঠে এসেছেন। কিন্তু তার আঁকা আজ বিদেশেও সমাদর পাচ্ছে।
বাইগা বলেছেন এই আঁকা তাকে অন্য জগতে নিয়ে যায়, যেখানে সে পাখির মতো ডানা মেলে ঘুরে বেড়াতে পারে। শান্তিনিকেতনের শিক্ষক আশিস স্বামীর সঙ্গে তিনি দেখা করেন এবং তিনি তার ‘জনগন তশ্বিরখানা’ এ যোগদান করেন, যেখানে তিনি মধ্যপ্রদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রাখার শিক্ষা পান। স্বামী বলেন, এই লোরহা গ্রামের প্রায় ১৫ জন মহিলাকে তিনি আঁকা শেখান প্রায় দশ বছর ধরে।
আরও পড়ুন : হোলির রঙে সেজে উঠবে গোটা দেশ, দেখেনিন কোথায় কি নামে পালিত হয় হোলি
এই গ্রামের মহিলাদের আঁকা শেখাতে তার ভালো লাগে কারণ তার মতে এই গ্রামের মহিলাদের একটা অদ্ভুত ক্ষমতা আছে রং এর মাধ্যমে তাদের কল্পনার জগত কে ফুটিয়ে তোলার। তাদের আঁকার ক্ষমতা খুবই প্রাকৃতিক, অন্য গ্রামের মহিলাদের থেকে। বন্য জীবজন্তুর মধ্যে অদ্ভুত একটা সারল্যের ছবি তারা ফুটিয়ে তোলে। তাদের আঁকার মধ্যে প্রকৃতি যেমন গাছ, পাখি, মেঘ, নদী এর সঙ্গে মানুষের অদ্ভুত একটা সামঞ্জস্য তৈরি হয়।
বাইগার আঁকা ছবি মিলানের প্রদর্শনীতে দেখানো হচ্ছে, এর ফলে বাইগা সহ তার ছোট্ট গ্রাম বিদেশের মানচিত্রে জায়গা করে নিয়েছে। বাইগার এমন প্রচেষ্টায় প্রমাণ করে যে শিক্ষার কোন বয়স হয় না। আর প্রকৃতি যখন নিজে থেকে শেখাতে চায় তখন তাকে সত্যিকারের গ্রহণ করতে হয়, একথা বাইগা প্রমাণ করে দিয়েছে।