প্রায় সাড়ে সাত মাস ধরে বাংলায় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে গত বুধবার ট্রেন পরিষেবা চালু হয়েছে। কিন্তু এই করোনা পরিস্থিতিতে অফিস টাইমে ট্রেনগুলিতে উপচে পড়া ভিড় সংশ্লিষ্ট মহলের কপালে ভাঁজ ফেলেছে। ভিড়ে ঠাসাঠাসি করে ট্রেনে উঠতে গিয়ে শিকেয় উঠেছে সোশ্যাল ডিসটেন্স। কোভিড প্রটোকল মেনে চলা দৃশ্য খুব একটা দেখা যায়নি। ভিড় এড়াতে যাত্রীরা সরকারের কাছে আরও ট্রেনের দাবি করে। এমনকি একই সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এরপরই রেল রাজ্য আবার বৈঠক করলো। সেই বৈঠকে তারা অফিস টাইমে আরো বেশি ট্রেন চালানোর ঘোষণা করেছে আজকে।
মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ট্রেন চলা শুরু হয়ে গেছে সেটা খুবই ভালো কথা। কিন্তু ভিড় হলে সংক্রমণ অনেকটা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাই তিনি রেলকে অনুরোধ করেছেন যাতে অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়ানো যায়।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো নিয়ে রেল ও রাজ্য বৈঠক করে ভবানী ভবনে। বৈঠকে রাজ্যের তরফ থেকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পরিবহন সচিব রাজেশ সিনহা ও স্বরাষ্ট্রসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। অন্যদিকে রেলের তরফে উপস্থিত ছিলেন বিভিন্ন রেলের আধিকারিক ও তার সাথে কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা।
গতকালের বৈঠকে রেল রাজ্যের কথা মেনে নেয়। তারা এরপর থেকে অফিস টাইমে ৯৫ শতাংশ ট্রেন চালানোর ঘোষণা করেন। আগে এই সংখ্যা ছিল ৮৪ শতাংশ। অফিস টাইমে ট্রেনের সংখ্যা না বাড়ালে ভিড় আরো বাড়ত। আর ভিড় বাড়লে করোনা সংক্রমনের সম্ভাবনা অনেকটা বাড়তে পারে এই আশঙ্কায় তড়িঘড়ি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল রাজ্য।