T20 World Cup: T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ, সুযোগ পেতে পারেন এই ৩ বিধ্বংসী ক্রিকেটার
গুরুত্বপূর্ণ আসরের পূর্বেই দুই তারকা ক্রিকেটারকে হারিয়ে রীতিমতো চাপে পড়েছে ব্লু বাহিনী। প্রথমে পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র যাদেজা এবং পরে পৃথিবীর সেরা ডেথ বোলার জসপ্রীত বুমরাহকে হারিয়েছে ভারত।
আগামী ১৬ই অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসরে অংশগ্রহণ করতে চলেছে টিম ইন্ডিয়া। তবে গুরুত্বপূর্ণ আসরের পূর্বেই দুই তারকা ক্রিকেটারকে হারিয়ে রীতিমতো চাপে পড়েছে ব্লু বাহিনী। প্রথমে পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র যাদেজা এবং পরে পৃথিবীর সেরা ডেথ বোলার জসপ্রীত বুমরাহকে হারিয়ে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। যদিও রবীন্দ্র জাদেজার বদলি অক্ষর প্যাটেল কিছুটা হলেও ভারতের দুশ্চিন্তার সমাপ্তি ঘটিয়েছেন, তবে বুমরাহর বদলে টিম ইন্ডিয়ার মেইন বোলার হিসেবে কে দায়িত্ব পালন করবেন? দুশ্চিন্তায় ঘুম উড়েছে ক্রিকেটপ্রেমীদের। এক নজরে দেখে নিন, কারা হতে পারে জসপ্রীত বুমরাহর বিকল্প-
১. মোহাম্মদ সামি: জসপ্রীত বুমরাহর বদলে ভারতের মেইন বোলার হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে মোহাম্মদ সামিকে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে ইস্টান-বাই হিসেবে দলে রেখেছিলেন নির্বাচকরা। তবে অভিজ্ঞতা এবং পারফরমেন্সে তার ধারের পাশে নেই অন্য কোন বোলার।
২. দীপক চাহার: জসপ্রীত বুমরাহর মতো তিনিও বিগত বেশ কয়েক মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন। জাতীয় দলে কাম ব্যাক করতে বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে রয়েছেন দীপক চাহার। ম্যাচেরর শুরুতে এবং শেষে বল হাতে উইকেট নেওয়ার দক্ষতা রয়েছে ভারতীয় এই অলরাউন্ডারের। তাছাড়া ব্যাট হাতে লম্বা ইনিংস খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
৩. উমেশ যাদব: দীর্ঘ কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও বর্তমানে জাতীয় দলে কাম ব্যাক করার আপ্রাণ চেষ্টা করছেন উমেশ যাদব। ভারতের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন ভারতীয় এই অভিজ্ঞ ক্রিকেটার। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের তার অন্তর্ভুক্তির সম্ভাবনা খুবই কম, তবুও অভিজ্ঞতা বিবেচনা করে ভারতীয় একাদশে সুযোগ পেতে পারেন এই ডানহাতি পেসার।